ফুলবাড়ী ট্রাজেডি দিবসে

শহীদের প্রতি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন

প্রকাশ | ২৭ আগস্ট ২০২৪, ০০:০০

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে 'ফুলবাড়ী ট্রাজেডি' দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ -যাযাদি
দিনাজপুরের ফুলবাড়ীতে, ফুলবাড়ী ট্রাজেডি দিবসে শোকর্ যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এদিকে উম্মুক্ত কয়লা খনির আন্দোলনকারী নেতাদের নামে গত ২০১৪ সালে করা মামলা আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রত্যাহারের আল্টি মেটাম ঘোষণা করেছে আন্দোলনকারী সংগঠন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদু্যত বন্দর রক্ষা জাতীয় কমিটি। সোমবার ফুলবাড়ী ট্রাজেডি দিবস উপলক্ষে সকাল থেকে মানুষ শোকর্ যালি নিয়ে পৌর শহর প্রদক্ষিণ করেন। এরপর ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ী গণআন্দোলনে নিহত শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্পন করেন তারা। পরে স্বরণ সভায় তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদু্যৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির পক্ষে আল্টিমেটাম ঘোষণা করেন কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ, ফুলবাড়ী থানার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস, বাংলাদেশ বিপস্নবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশ সাম্যবাদি আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক শুভ্রাংশ চক্রবর্তি প্রমুখ।