ট্রাক ও বাসচাপায় দুই জেলায় ২ জনের মৃতু্য

প্রকাশ | ২৭ আগস্ট ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটর সাইকেল চালক ও মানিকগঞ্জের শিবালয়ে বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধির পাঠানো বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর নামক স্থানে সোমবার সকালে ১৮ নম্বর ব্রিজের ওপর ট্রাকচাপায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটর সাইকেলটি সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। নিহত ব্যক্তি পাবনার ঈশ্বরদী উপজেলার শাহাপুর এলাকার আতাতুলস্নাহ ফকিরের ছেলে সাজেদুল ইসলাম (৪৫)। তিনি গাজীপুরের ভাওয়াল গড়ে চাকরি করতেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল ইসলাম স্থানীয়দের বরাতে জানান, সোমবার সকালে মোটর সাইকেলে সাজেদুল গাজীপুর থেকে ঈশ্বরদী যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দিলে ব্রিজের ওপর পরে যান তিনি। এ সময় পেছনে থাকা আরেকটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সাজেদুলের মৃতু্য হয়। শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, শিবালয়ে ছোট ভাইয়ের মোটর সাইকেল কিনতে যাওয়ার সময় বাসচাপায় মারা গেছেন সাবেক গ্রামীণ ব্যাংকের ম্যানেজার দেলোয়ার খান। দেলোয়ার খান শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের মৃত আব্দুল জব্বার খানের ছেলে। জানা যায়, সোমবার সকালে দেলোয়ার খান তার ছোট ভাই উথলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমির খানের জন্য বাড়ি থেকে মোটর সাইকেল কিনতে যান। দেলোয়ার মোটর সাইকেলে মানিকগঞ্জ যাওয়ার সময় ঢাকা-আরিচা মহাসড়কের মুশুরিয়া নামক স্থলে পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে গিলোন্ড মুন্নু মেডিকেল হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি ইব্রাহিম হোসেন জানান, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।