বন্যার্তদের একদিনের বেতন প্রদান শাবি শিক্ষকদের
প্রকাশ | ২৬ আগস্ট ২০২৪, ০০:০০
শাবি প্রতিনিধি
বাংলাদেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলা বর্তমানে প্রবল বন্যার কবলে পড়ে চরম মানবিক সংকটে রয়েছে। এ পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের সহযোগিতায় শিক্ষকদের একদিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
শনিবার শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শাবি শিক্ষক সমিতি দেশের এই সংকটকালে আগস্ট মাসের ১ দিনের বেতন বানভাসিদের এবং সেপ্টেম্বর মাসের ১ দিনের বেতন কোটা আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের স্বজনদের প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।