ইবি থেকেই উপাচার্য নিয়োগের দাবি শিক্ষার্থীদের
প্রকাশ | ২৬ আগস্ট ২০২৪, ০০:০০
ইবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. নকিব মো. নসরুলস্নাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য নিয়োগ পেয়েছেন এমন 'গুজব' সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে তেমন কিছুই জানেন না বলে জানান ওই শিক্ষক। শনিবার সন্ধ্যা থেকে বিভিন্ন ফেসবুক পেজ এবং আইডি থেকে এসব গুজব ছড়িয়ে পড়ে। তবে শিক্ষা মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ইবিতে উপাচার্য নিয়োগ নিয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। এ বিষয়ে অধ্যাপক ড. নকিব নসরুলস্নাহ সাংবাদিকদের বলেন, তিনি এখনো কোনো চিঠি হাতে পাননি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে সৎ, যোগ্য ও গবেষককে নতুন উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। রোববার বেলা ১২টায় প্রশাসন ভবনের সামনে থেকে বিক্ষোভ-মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ডায়ানা চত্বর ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীদের হাতে 'শিক্ষার্থীবান্ধব উপাচার্য চাই', 'বাইরে থেকে উপাচার্য হিসেবে কাউকে দেখতে চাই না', 'খুনি হাসিনার সুবিধাভোগী কাউকে উপাচার্য হিসেবে চাই না' ইত্যাদি লেখা সংবলিত পস্ন্যাকার্ড দেখা যায়।
সমাবেশ শিক্ষার্থীরা বলেন, 'বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্রলীগ দ্বারা আমরা নির্যাতিত হয়েছি। সেসময় প্রশাসন আমাদের নূ্যনতম সহায়তা করেনি। কিন্তু আমাদের কিছু শিক্ষকরা ছিলেন তারা আমাদের সহায়তা করেন। পূর্বে যেসব উপাচার্য বাহির থেকে এসেছেন তাদের উদ্দেশ্যই হলো পকেট ভারী করা। তারা সাধারণ শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া ও দাবি কখনো বুঝবেননি এবং বুঝবেন না। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এমনটা কখনোই চাইবেন না। তাই আমরা চাই যেসব শিক্ষক আমাদের বিশ্ববিদ্যালয়টাকে নিজের মনে করেন তারা এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবেন। আমরা অন্য কাউকে মানব না।'
এর আগে শনিবার রাত সোয়া নয়টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।