মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

ফেনীতে পানিবন্দি ২০ লাখ মানুষ

ফেনী প্রতিনিধি
  ২৬ আগস্ট ২০২৪, ০০:০০
ফেনীতে পানিবন্দি ২০ লাখ মানুষ

ফেনী জেলাতে স্মরণকালের ভয়াবহ বন্যা বয়ে যাচ্ছে। ২০ লাখ লোক পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও গোমতী নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে ফেনী জেলার ২০ লাখ লোক পানিবন্দি হয়ে পড়েছে। বিদু্যৎ সংযোগ বিচ্ছিন্ন, গ্যাস নেই, পানি নেই, মোবাইল নেট বন্ধ, সব যোগাযোগ বিচ্ছিন্ন। শহরে ভীতিকর অবস্থা। শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে।

মানুষের হাহাকারে বিভীষিকাময় অবস্থা। বানভাসীদের নিরাপদে সরিয়ে নিয়ে গেলেও খাদ্য সংকট তৈরি হয়েছে। এ পর্যন্ত কতজন মারা গেছে কোন তথ্য নিশ্চিত করা যায়নি। জরুরি ওষুধ, পানি ও শুকনো খাবারের প্রয়োজন। সবাইকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান ভুক্তভোগীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে