কয়েকদিনের টানা বর্ষন ও ভারত থেকে আসা উজানের পানিতে কুমিলস্নার চৌদ্দগ্রামের ১৩টি ইউনিয়ন এবং একটি পৌরসভা সম্পূর্ণ পস্নাবিত হয়েছে। গত কয়েকদিনে পানিবন্দি হয়ে আছে দুই লাখেরও অধিক মানুষ। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় অনেক জায়গায় খাদ্য সংকট দেখা দিয়েছে।
রোববার সকাল থেকে উঁচু এলাকার কিছু সড়ক থেকে সামান্য পানি কমতে দেখা গেছে। উপজেলার আঞ্চলিক সড়কগুলো দিয়ে অনেকটা ঝুঁকি নিয়ে ত্রাণবাহী বিভিন্ন যানবাহন প্রবেশ করার চেষ্টা করছে। অধিকাংশ ঘরবাড়ি এখনো পানিতে নিমজ্জিত। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশ্রয়কেন্দ্রে অবস্থান করা ক্ষতিগ্রস্ত মানুষ এখনো ঘরবাড়িতে ফিরতে পারেনি। গত কয়েকদিনে স্বেচ্ছাসেবকদের ত্রাণসামগ্রী বিতরণ করতে দেখা গেলেও রোববার থেকে পরিমাণ কমে এসেছে।
ইউএনও রহমত উলস্নাহ বলেন, চৌদ্দগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পর্যাপ্ত ত্রাণ না থাকায় পানিবন্দিদের মধ্যে খাদ্যসংকট দেখা দিয়েছে। বন্যা দীর্ঘায়িত হওয়ায় এ সংকট আরও বেড়ে চলছে।