সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৬ আগস্ট ২০২৪, ০০:০০

প্রতিনিধি
হত্যার চেষ্টা \হবাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ভাসাবাজার এলাকায় জাকির মলিস্নক (৫৫) নামে এক ব্যক্তিকে প্রতিবেশীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে। শনিবার রাতে এ ঘটনার পর অচেতন অবস্থায় স্থানীয়রা জাকির মলিস্নককে উদ্ধার করে কচুয়া হাসপাতালে ভর্তি করেছে। ভাসাবাজার এলাকার মৃত মোসলেম মলিস্নকের ছেলে জাকির মলিস্নককে পূর্ব শত্রম্নতার জের ধরে একই এলাকার আবুদর রব শেখ, মোস্ত শেখ, রমজান শেখ ও বাইহিদ শেখ পরিকল্পিতভাবে ওই রাতে স্থানীয় সুব্রত ডাক্তারের চেম্বারের সামনে ফেলে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যার চেষ্টা করে বলে জাকিরের পরিবার জানায়। এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. মহসীন জানান ঘটনার খবর শুনেছি। এ ঘটনায় থানায় অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্মিসভা অনুষ্ঠিত ম গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়ন পরিষদ চত্বরে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। সদর উপজেলা বিএনপির সদস্য এবাদুল হক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান বেনা, সদর উপজেলা বিএনপি সভাপতি মাওলানা ওমর ফারুক, সাধারণ সম্পাদক আলমগীর ফকির, মাঝিগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি ইবাদুল হক খানসহ বিএনপি নেতা ফেলা কাজী, আখিনুর কাজী, খালিদ মিনা। কর্মী সমাবেশ ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গফরগাঁওয়ে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ইউনিয়নে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকালে উপজেলার বারবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বারবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গফরগাঁও উপজেলার আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল। এ সময় ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসানসহ আরও নেতাকর্মী। স্মারকলিপি প্রদান ম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের রায়গঞ্জে বিভিন্ন ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান গঠনে অনিয়ম-দুর্নীতি বন্ধে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট চুরি করে নির্বাচিত চেয়ারম্যান ও নবগঠিত প্যানেল চেয়ারম্যান গঠনে অনিয়ম-'দুর্নীতি বন্ধে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বসতঘরে অগ্নিকান্ড ম বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট শহরতলীর দশানী বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে বৈদু্যতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। এলাকার নাহিদ শেখের টিনশেড বাড়িতে শনিবার রাতে এ আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শনিবার রাত ৯টার দিকে বৈদু্যতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে ঘরের আসবাবপত্র পুড়তে থাকে। এ অবস্থায় স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. সাইদুর রহমান বলেন থানা পুলিশ রাতেই ওই বাড়ি পরিদর্শন করেছে। সৌজন্য সাক্ষাৎ ম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের বেলকুচি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বেলকুচি উপজেলা জামায়াতের নেতারা। শনিবার বিকালে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস রুমে বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেলের নেতৃত্বে জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বেলকুচি উপজেলা নায়েবে আমির অধ্যাপক নুর-উন-নবী সরকার, সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসেম সরকার, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, জামায়াত নেতা অধ্যাপক মাজহারুল ইসলাম, মাওলানা আবুল হোসেন ভূঁইয়া, উপজেলা মিডিয়া বিভাগের সেক্রেটারি মো. রুহুল আমিন। সভা অনুষ্ঠিত ম তালা (সাতক্ষীরা) প্রতিনিধি জীববৈচিত্র্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন প্রশমনের গুরুত্ব নিয়ে রোববার সকালে তালা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারে যুব পানি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ছিলেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মো. সাইদুর রহমান, টেকনিক্যাল অফিসার শেখ সেলিম আকতার স্বপন, প্রোগ্রাম অফিসার দীলিপ কুমার সানা, গণগ্রন্থাগারের সম্পাদক ও তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, উত্তরণের এশিয়া লাইভিলহুড প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শহীদুল ইসলাম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিলস্নুর রহমান। ত্রাণ বিতরণ ম লক্ষ্ণীপুর প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, এই বন্যা পরিকল্পিত, ভারত বাংলাদেশের মানুষের ওপর শত্রম্নতা করে বাঁধ খুলে দিয়েছে। তারা বাংলাদেশের বন্ধু না বরং শত্রম্ন। রোববার দুপুরে লক্ষ্ণীপুরের দত্তপাড়ায় ও বশিকপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এ সময় ছিলেন সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, লক্ষ্ণীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি আজিম উদ্দিন সুমন, কেন্দ্রীয় যুবদল নেতা কামাল দাদা, লক্ষ্ণীপুর জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন। ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের স্বনামধন্য বিদ্যাপিঠ রাজ্জাকুন্নেছা আর. এন সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ খাইরুল হাসান কাউসার রোববার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করেন। তিনি কলেজ বিভাগে ইতিহাসের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করবেন। উলেস্নখ্য, তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়া গত বৃহস্পতিবার অত্র বিদ্যালয়ের ৩ জন শিক্ষককে ১ মাসের জন্য সাময়িক কর্মবিরতি দেওয়া হয়েছে বলে স্কুল সূত্রে জানা গেছে। ত্রাণসামগ্রী বিতরণ ম নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি আর্তমানবতার সেবায় আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাকবলিত সাড়ে তিন শতাধিক অসহায় দুস্থ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিলস্থ নিজস্ব কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ড. শাইখ আলস্নামা হারুন আজিজি আন নদভী। এ সময় ছিলেন স্থানীয় মেম্বার ফিরোজ আহাম্মদ, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আবদুর রশিদ, আল নজির ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজিজুল হক মাক্কী, সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক, সদস্য মাওলানা আমিনুল হক। ব্যবসায় প্রশিক্ষণ ম রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি মাদারীপুরের রাজৈরে তরুণ উদ্যোক্তাদের বিশেষ ব্যবসায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গত ৭ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত রাজৈর গণ উন্নয়ন প্রচেষ্টার ট্রেনিং সেন্টারে পলস্নী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। এতে ২৩ জন নারী, পুরুষ ও তরুণ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। এ সময় প্রশিক্ষণ পরিচালক মোহাম্মদ খাইরুল মর্তুজা মজুমদার জানান, আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের সেই দক্ষতা অর্জন করতে সহায়তা করেছি, যা তাদের স্বাবলম্বী করতে সাহায্য করবে। মো. মহিদুল ইসলাম জানান, এই প্রশিক্ষণটি রাজৈর গণ উন্নয়ন প্রচেষ্টা ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এলাকা পরিদর্শন ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খুইল্যা? মিয়ার বাড়িতে আগুনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান। তিনি শনিবার বিকালে তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেছেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী। বিক্ষোভ মিছিল ম বোদা (পঞ্চগড়) প্রতিনিধি পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম প্রধান ও মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু আনছার রেজাউল করিম শামীমের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে চন্দনবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়ন পরিষদ চত্বর শেষ হয় পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মতিউর রহমান, বিপস্নব, ইদ্রীস আলীসহ অনেকে। পাওয়ার স্প্রেয়ার বিতরণ ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি খুলনার পাইকগাছায় ৫ জন কৃষক ও কৃষি উদ্যোক্তাদের মধ্যে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির অনুমোদন সাপেক্ষে এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের তথ্য অনুযায়ী ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি পাওয়ার জন্য কৃষকসহ যেকোনো উদ্যোক্তা আবেদন করতে পারেন এবং কৃষি অফিস কিংবা প্রকল্প সংশ্লিষ্ট কারো সঙ্গে আর্থিক কোনো লেনদেন হয় না।