মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

হাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট

হাবিপ্রবি প্রতিনিধি
  ২৬ আগস্ট ২০২৪, ০০:০০
হাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।

শনিবার সাংবাদিক সমিতির অফিসরুমে অনুষ্ঠিত বিশেষ সভার আসন্ন নির্বাচনে ৪র্থ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানাকে প্রধান নির্বাচন কমিশনার এবং ৫ম কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. তানভীর আহমেদ ও সাধারণ সম্পাদক যোবায়ের ইবনে আলীকে নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়।

ওই সভা শেষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ৩০ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৫ আগস্ট ভোটার তালিকা প্রকাশ, ২৬ আগস্ট মনোনয়ন ফর্ম বিতরণ, ২৭ আগস্ট মনোনয়ন ফর্ম প্রত্যাহার এবং ২৮ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

হাবিপ্রবিসাস সাধারণ সম্পাদক যোবায়ের ইবনে আলী বলেন, 'আমাদের দায়িত্ব হিসেবে চলমান কমিটিকে ভালোভাবে পরিচালনা করা এবং পরবর্তী কমিটির জন্য উপযুক্ত পাইপলাইন তৈরি করার যথাযথ চেষ্টা করেছি।

সভাপতি তানভীর আহমেদ বলেন, 'বিশ্ববিদ্যালয় পরিবারসহ অংশীজনের সার্বিক সহযোগিতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। ভুলত্রম্নটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে