মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

নলডাঙ্গা ইউএনও ও এসি ল্যান্ডের অপসারণের দাবিতে মানববন্ধন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
  ২৬ আগস্ট ২০২৪, ০০:০০
নলডাঙ্গা ইউএনও ও এসি ল্যান্ডের অপসারণের দাবিতে মানববন্ধন

হিন্দু সম্প্রদায়ের ওপর অন্যায় অবিচারের অভিযোগ এনে নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের শেখপাড়া গ্রামবাসী।

রোববার উপজেলার বারণই সেতুর উপর দাবি সংবলিত ব্যানার নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন শেখপাড়া গ্রামের বুদ্ধদেব দাস, বিমল কুমার, শুখী রানী, বিনয় দাসসহ অন্যরা।

বক্তারা বলেন, 'আমাদের পরিবার দীর্ঘদিন ধরে লিজকৃত সম্পত্তিতে ভোগ দখল করছে। এই সম্পত্তি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। উচ্চ আদালতে চলমান সিভিল রিভিশন এ স্টে-অর্ডার বহাল আছে। আমাদের দখল এবং পুকুরের মাছ চাষের বিষয়টি গোপন করে মিথ্যা ও ভুয়া তথ্য দিয়ে ইউএনও ও এসি ল্যান্ড সরাসরি আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা করেছেন।

আমরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় হওয়ায় আমাদের সঙ্গে অন্যায়, অবিচার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে