আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

প্রকাশ | ২৬ আগস্ট ২০২৪, ০০:০০

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডুম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদরের চৌরাস্তার মোড়ে এক সমাবেশে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রভাষক সামিউল আযম মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক শেখ আফজালুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শ্যামনগর উপজেলার সমন্বয়ক মো. মাসুম বিলস্নাহ, শরিফুল ইসলাম, রুহুল আমিন, জাহিদ হাসান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী এস এম জান্নাতুল নাঈম, রিফাত বিন আজহার, সাইফুলস্নাহ প্রমুখ।