লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান হোসেন রানার বিরুদ্ধে সম্পত্তি দখল ও অপহরণ করে শারীরিক নির্যাতন করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। শনিবার বিকালে নোয়াগাঁও বাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ভুক্তভোগী জাকির হোসেন কালু, মিন্টু, মেসকাত হোসেনসহ কয়েকজন।
ভুক্তভোগীরা বলেন, 'হোসেন রানা ক্ষমতা থাকাবস্থায় জাকির হোসেন কালুগংদের ৫২ শতাংশ সম্পত্তি জবর-দখল করে নেয়। এ সময় রানা তার বাহিনীর লোকজন দিয়ে প্রবাসী মিন্টুকে নোয়াগাঁও বাজার থেকে প্রকাশ্যে তুলে নিয়ে টাকার জন্য রাতভর শারীরিক নির্র্যাতন করে। সৃষ্ট ঘটনা আইনের আশ্রয় নেওয়া সম্ভব হয়নি।
ইউনিয়ন আ'লীগের সহ-সভাপতি মেসকাত হোসেন বলেন, 'রানার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন হয়েছে, তা শতভাগ সত্য। যা আমাদের সামনেই হয়েছে।' এ ব্যাপারে জানতে বারবার যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত হোসেন রানাকে পাওয়া যায়নি।