হবিগঞ্জের আজমিরীগঞ্জের কালনী-কুশিয়ারা নদীতে নৌকা ডুবে তিন বছরের রোজা মনি নামে এক শিশু নিখোঁজ হয়েছে। প্রায় ৩০ ঘণ্টা অতিবাহিত হলেও রোববার বিকাল পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
গত শনিবার বিকালে উপজেলার কাকাইলছেও চৌধুরী বাজার সংলগ্ন লঞ্চ টার্মিনাল ঘাট এলাকায় নৌকা ডুবে এ ঘটনা ঘটে। নিখোঁজ রোজা মনি ইটনা উপজেলার উয়ারা গ্রামের রইছ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, গত শনিবার বিকালে কাকাইলছেও লঞ্চ টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে কালনী-কুশিয়ারা নদী পারাপারের জন্য কয়েকজন নারী পুরুষ ও শিশু নৌকায় ওঠে। নৌকাটি তীর থেকে ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তীব্র স্রোতে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতার কেটে তীরে পৌঁছালেও ওই শিশু স্রোতে ভেসে যায়। দুই দিন ধরে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
রোজা মনির নানা কাকাইলছেও রসুলপুর গ্রামের বাসিন্দা তৈয়ব আলী জানান, কয়েক বছর আগে তার মেয়েকে ইটনা উপজেলার উয়ারা গ্রামের রইছ মিয়ার সঙ্গে বিয়ে দেন। কিছুদিন আগে কয়েকদিনের জন্য তিনি তার মেয়ে ও দুই নাতিন নিয়ে আসেন তাদের বাড়িতে।
শনিবার বিকালে রইছ মিয়ার মা রোজা মনির নানী সেরজান বিবি এসে রোজাকে নিয়ে যান তাদের বাড়িতে।
বাগিতে যাওয়ার পথে নদী পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। তিনিসহ তার আত্মীয়-স্বজনরা তাকে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ডালিম আহমেদ জানান, নদীর স্রোতে নৌকা ডুবে এক শিশু নিখোঁজ রয়েছে। এখনো খোঁজাখুঁজি চলছে।