মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

দুর্গাপুরে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ১৬ জনের কারাদন্ড

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ২৬ আগস্ট ২০২৪, ০০:০০
দুর্গাপুরে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ১৬ জনের কারাদন্ড

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর বালুমহাল থেকে রাতের আঁধারে ট্রলারের মাধ্যমে বালু উত্তোলনের সময় ১৬ জনকে আটক করেছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। শনিবার গভীর রাতে সোমেশ্বরী বালু মহালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় বালু চুরির কাজে জড়িত ১৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বোরহান উদ্দিন (১৮), আলম হোসেন (২২), আবু হানিফ (১৮), হাবিলুল মিয়া (২০), শরিফুল ইসলাম (১৮), গাঁওকান্দিয়া ইউনিয়নের আদমপুর গ্রামের আল মামুন (২০), মাসুম (২৬), ইশ্বরখোলা গ্রামের আনাস মিয়া (৩২), সাকিব হোসেন (১৮), শহীদুল ইসলাম (২১), হারুন রশীদ (৩৫), রাসেল (২৯), বাদশা মিয়া (৩৭), হোসেন আলী (৪৪), দক্ষিণ শংকরপুর গ্রামের শামীম (২৯) ও আনারুল বিশ্বাস (২৬)। এ সময় ট্রলার থেকে ১১শ' ফুট বালু জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান জানান, গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ১৬ জনকে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে