ফুলবাড়ী গণ-আন্দোলনের ১৮ বছর আজও বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তি
ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস আজ
প্রকাশ | ২৬ আগস্ট ২০২৪, ০০:০০
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আজ ২৬ শে আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। ২০০৬ সালের আজকের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ী কয়লাখনি বাস্তবায়নের প্রতিবাদে গড়ে ওঠে ঐতিহাসিক গণ-আন্দোলন। গণ-আন্দোলন করতে গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণ হারান আমিন, তরিকুল ও সালেকিন নামে তিন যুবক। আহত হয় আরও তিনশ'র অধিক সাধারণ মানুষ। চিরতরে পঙ্গুত্ববরণ করেন আরও কয়েকজন আন্দোলনকারী। এরপর থেকে এই দিনটিকে 'ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস' হিসেবে পালন করে আসছে ফুলবাড়ীবাসী ও তেল গ্যাস খনিজসম্পদ ও বিদু্যৎবন্দর রক্ষা জাতীয় কমিটি। প্রতিবছরের মতো এবারও দিবসটিকে ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে আন্দোলনকারী সংগঠন। গণ-আন্দোলনের ১৮ বছর পেরিয়ে গেলেও এখনো বাস্তবায়ন হয়নি ফুলবাড়ীবাসীর সঙ্গে সম্পাদিত ছয় দফা চুক্তি। বিগত আওয়ামী লীগ সরকারের মদদে উলটো আন্দোলনকারী সংগঠনের শীর্ষ নেতাদের মাথার ওপর চেপে বসেছে এশিয়া এনার্জির দায়ের করা একাধিক মামলা।
এদিকে ফুলবাড়ী গণ-আন্দোনের কর্মসূচি নিয়মিত পালন করা হলেও, এখন দিবসে বন্দি হয়ে পড়েছে ফুলবাড়ীর উন্মুক্ত পদ্ধতিতে খনি বাস্তবায়ন বিরোধী আন্দোলন।
উলেস্নখ্য, ২০০৬ সালের ২৬ আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে খনি বাস্তবায়নের প্রস্তাবকারী এশিয়া এনার্জি নামক একটি বহুজাতিক কোম্পানির ফুলবাড়ীস্থ অফিস ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে, নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলের ওপর টিয়ারশেল ও গুলিবর্ষণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র তরিকুল ইসলামসহ আমিন ও সালেকিন নামে তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। একই ঘটনায় আহত হয় আরও তিনশ'র অধিক মিছিলকারী। এদের মধ্যে বাবলু রায় নামে একজন চিরতরে পঙ্গুত্ববরণ করেন। এখনো সেই গুলির ক্ষত বহন করছে অনেকে। এ ঘটনায় ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত ফুলবাড়ীবাসীর টানা ৪ দিনের গণ-আন্দোলনের মুখে ৩০ আগস্ট তৎকালীন সরকার ফুলবাড়ীবাসীর সঙ্গে ছয় দফা শর্তে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে, যা ফুলবাড়ী ছয় দফা চুক্তি বলে পরিচিত। ছয় দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে কয়েক বছর ধরে ফুলবাড়ী স্থানীয়ভাবে গঠিত অরাজনৈতিক সম্মিলিত পেশাজীবী সংগঠন এবং তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদু্যৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি নিয়মিত আন্দোলন করে এলেও এখন কেবল মাত্র দিবস পালন ছাড়া সেই আন্দোলন করতে দেখা যায় না। ফলে দিবস পালনের মধ্যেই আবদ্ধ হয়ে পড়েছে ছয় দফা চুক্তি বাস্তবায়নের আন্দোলন।
জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বলেন, ২৬ আগস্টের পর তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা ফুলবাড়ীতে এসে ছয় দফা চুক্তি বাস্তবায়নের দাবি জানালেও তিনি ক্ষমতায় যাওয়ার পর সেই চুক্তি বাস্তবায়ন করেননি। উল্টো আন্দোলনকারী নেতাদের নামে একের পর এক মামলা করছে এশিয়া এনার্জি। বর্তমানে রাজনৈতিক বিবেচনায় বিগত সরকারের সময় করা অনেক মামলা প্রত্যাহার হয়েছে, সেই সূত্র ধরে গত ২০১৪ সালের দায়ের করা এশিয়া এনার্জিও মামলাগুলো প্রত্যাহার করার দাবি জানান তিনি।