বড়পুকুরিয়া খনির এমডিসহ দুর্নীতিবাজ কর্মকর্তার অপসারণের দাবি

প্রকাশ | ২৬ আগস্ট ২০২৪, ০০:০০

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (এমডি) ব্যাবস্থাপনা পরিচালকসহ দুর্নীতিবাজ স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত খনির মূল ফটকের সামনে ব্যানার ফেস্টুন হাতে দাঁড়িয়ে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধন শেষে দাবি সম্বলিত স্মারকলিপি খনি প্রশাসনিক কর্মকর্তা (সিকিউরিটি) মোহাম্মদ আলীর হাতে তুলে দেন এবং এর অনুলিপি বিদু্যৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসক দিনাজপুর বারাবর প্রেরণ করেন। স্মারকলিপিতে বলা হয়েছে, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের এমডিসহ আওয়ামী দালাল দুর্নীতিবাজ স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। মানববন্ধনে বৈষ্যবিরোধী ছাত্র-জনতার পক্ষে বক্তব্য রাখেন শিক্ষার্থী সাগর হোসেন, গোলাম মোরশেদ, মেহেদী হাসানসহ অনেকে। বিষয়টি নিয়ে কথা বলতে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (এমডি) ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকারের মুঠোফোনে একাধিকবার ফোন কল করলেও তিনি ফোনটি গ্রহণ করেননি।