শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সুজানগরে পদ্মা নদীর ভাঙন থেকে গ্রাম রক্ষায় মানববন্ধন

সুজানগর (পাবনা) প্রতিনিধি
  ২৬ আগস্ট ২০২৪, ০০:০০
সুজানগরে পদ্মা নদীর ভাঙন থেকে গ্রাম রক্ষায় মানববন্ধন

'নদী ভাঙন ঠেকাও, সাতবাড়ীয়া বাঁচাও' প্রতিপাদ্যকে সামনে রেখে পদ্মা নদীর ভাঙন হতে সাতবাড়ীয়া বাজার ও গ্রাম রক্ষার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া কাঞ্চন পার্ক ও মাছের আড়তসংলগ্ন এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পদ্মা নদীসংলগ্ন মাছের আড়তের সভাপতি দেলোয়ার হোসেন ঝন্টু, মৎস্যজীবী ইবাদুল ইসলাম, ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য নাবিয়া খাতুন, সালমা খাতুন, নুর মোহাম্মদ মন্ডল, নায়েব আলী, আলী মন্ডল, আমিন উদ্দিন খান, বক্কার প্রমুখ।

বক্তারা বলেন, অতি দ্রম্নততম সময়ের মধ্যে যদি সাতবাড়ীয়ার কাঞ্চন পার্ক থেকে মাছের আড়ত পর্যন্ত জিওব্যাগনা দেওয়া হয়, তাহলে এলাকার অনেক বসতবাড়ি নদী ভাঙনে বিলীন হয়ে যাবে। সেই সঙ্গে কাঞ্চন পার্ক-সংলগ্ন বেড়িবাঁধ ভেঙে সাতবাড়ীয়া বাজার, কলেজ, উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ, মন্দিরসহ অসংখ্য বসতবাড়ি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হবে।

তারা আরও বলেন, ইতিমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করা হয়েছে, যেন অতি দ্রম্নততম সময়ের মধ্যে নদী ভাঙন রোধে জিওব্যাগ দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে