'শিক্ষার্থীদের ভালো মানুষ হতে সততার চর্চা করতে হবে'

প্রকাশ | ২৬ আগস্ট ২০২৪, ০০:০০

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজীব বলেন, 'শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সততার চর্চা করতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামীর দিনে দেশ পরিচালনা করবে।' রোববার নরসিংদীর শিবপুরে সততা সংঘের শিক্ষার্থীদের নিয়ে সততা চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষে আলোচনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নূর উদ্দিন মো. আলমগীরের সভাপতিত্বে ও সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বশিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিবপুর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক হলধর দাস, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সম্পাদক আব্দুর রব শেখ মানিক, সাবেক সম্পাদক এসএম আরিফুল হাসান, আবদুল মান্নান ভূইয়া আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রমুখ।