শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

চান্দিনায় ইউপি চেয়ারম্যানসহ চার জনপ্রতিনিধির পদত্যাগ দাবি

চান্দিনা (কুমিলস্না) প্রতিনিধি
  ২৬ আগস্ট ২০২৪, ০০:০০
চান্দিনায় ইউপি চেয়ারম্যানসহ চার জনপ্রতিনিধির পদত্যাগ দাবি

কুমিলস্নার চান্দিনায় ৪ জন জনপ্রতিনিধির পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় তারা পৃথক মানববন্ধন, স্মারকলিপি প্রদান এবং বিক্ষোভ মিছিল করেছে। স্ব-স্ব ইউনিয়নের সাধারণ জনগণও এ সময় ছাত্রদের সঙ্গে একাত্মতা করেন।

রোববার ওইসব জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ৯নং মাইজখার ইউনিয়নের বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতারা। তারা অভিযোগ করেন, ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ৯নং মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্‌ মো. সেলিম প্রধান, ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার আবুল বাশার এবং ৬নং ওয়ার্ড মেম্বার মো. জহিরুল ইসলামসহ সন্ত্রাসীরা। তারা রামদা, ছুরি, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল।

অপরদিকে দুপুর ২টায় কেরণখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন ভূঁইয়ার বিভিন্ন অত্যাচার, অনিয়ম, জন্মনিবন্ধন, প্রত্যয়নপত্র, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে হাজার হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ এনে পদত্যাগ দাবি করেন ওই ইউনিয়নের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে