শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

'আমরা যেন মানুষের সেবক হই, প্রভু হওয়ার চেষ্টা না করি'

হবিগঞ্জ প্রতিনিধি
  ২৬ আগস্ট ২০২৪, ০০:০০
'আমরা যেন মানুষের সেবক হই, প্রভু হওয়ার চেষ্টা না করি'

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা তিনবারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র জিকে গউস বলেছেন- 'মানুষ মানুষের জন্য, আমরা যেন মানুষের সেবক হই, মানুষের পাশে থাকতে পারি, মানুষের প্রভু হওয়ার চেষ্টা যেন আমরা না করি। কারণ মানুষের জীবন ক্ষণস্থায়ী। ক্ষমতা চিরদিন থাকে না। সকালবেলার আমির ফকির সন্ধ্যাবেলা। মহান আলস্নাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এটা সবাইকে বিশ্বাস করতে হবে। আজকে ক্ষমতার পরিবর্তন হয়েছে, এর মানে এই না, যারা ক্ষমতা হারিয়েছে তারা দেশ থেকে চলে যাবে, আর যারা ক্ষমতা পাওয়ার জন্য ঘুরছেন তারা দেশকে খাবেন। এটা বাংলাদেশের মানুষ হতে দেবে না।'

তিনি রোববার হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ে বন্যার্তদের আশ্রয়ণ কেন্দ্রে রান্না করা খাবার বিতরণকালে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে এই খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণকালে জিকে গউস আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে বিএনপি। খাদ্যসামগ্রী নিয়ে বিএনপি নেতাকর্মী বন্যার্তদের আশ্রয়ণ কেন্দ্রে যাচ্ছেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যাকবলিত এলাকায় আমরা রয়েছি। আমাদের নেতাকর্মীকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন ও অ্যাডভোকেট আফজাল হোসেন, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে