কালীগঞ্জে বাস কাউন্টার ভাঙচুর

সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ ৮৩ জনের নামে মামলা

ঘোড়াঘাটে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা

প্রকাশ | ২৬ আগস্ট ২০২৪, ০০:০০

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে পূর্বাশা পরিবহণের বাস কাউন্টিার ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনার মামলা হয়েছে। মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ ও মোস্তাফিজুর রহমান বিজু, সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ, শ্রমিক নেতা গোলাম রসুল, ছাত্রলীগ নেতা আনিচুর রহমান মিঠু মালিতা, সাবেক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, রাজু আহমেদ রনি লস্কর, আবুল কালাম, মহিদুল ইসলাম মন্টু, পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল, ফিরোজ আহমেদ সেন্টু ও রুবেল হোসেনসহ ৮৩ জনের নাম উলেস্নখ করে মামলাটি দায়ের করা হয়েছে। অজ্ঞাত আসামির সংখ্যা ৮০ থেকে ৯০ জন। রোববার কালীগঞ্জ থানায় মামলাটি করেন একেএম খালেদ সাইফুলস্নাহ নামে এক ব্যক্তি। মামলা নং ১১। মামলার এজাহারে উলেস্নখ করেন, গত ৪ আগস্ট বিকালে উলিস্নখিত আসামিদের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র, ককটেল বোমা, পেট্রেল বোমা, হাত বোমা, ধারাল দা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে এক নম্বর আসামি সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজুর নেতৃত্বে বাদির মালিকানাধীন পূর্বাশা বাস কাউন্টারে হামলা ও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ফায়ার সার্ভিসের একটি টিম খবর পেয়ে আগুন নেভাতে এলে তাদেরও বাধা দেয়। তাদের ভাঙচুর ও আগুনে একটি কম্পিউটার, প্রিন্টার ও আসবাবপত্রসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উলেস্নখ করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ মামলার সত্যতা নিশ্চিত করে জানান, এখন তদন্তপূর্বক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আকতারসহ এজাহার নামীয় ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় আরও অজ্ঞাত ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়। যার মামলা নং ৭, তারিখ ২৪/০৮/২০২৪। গত শনিবার মামলার বাদী শহীদ শেখ এই মামলা করেন। তিনি ঘোড়াঘাট পৌরসভার বাগানবাড়ী এলাকার বাসিন্দা। মামলার বিবরণে জানা গেছে, চলতি মাসের ৪ আগস্ট বিকালে ঘোড়াঘাট পৌরসভার ৪ মাথা বাসস্ট্যান্ড এলাকায় বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে পথ রোধ পূর্বক হত্যার উদ্দেশে মারপিট করে সাধারণ ও গুরুতর জখমসহ দোকানঘরে অগ্নিসংযোগ এবং ভয়ভীতি-হুমকি প্রদান, হুকুম দান করা হয়। তাই আসামিদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ।