শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

খানসামায় তিন ভুয়া ডিবি পুলিশ আটক

মধ্যনগরে নারী মাদককারবারি গ্রেপ্তার
স্বদেশ ডেস্ক
  ২৬ আগস্ট ২০২৪, ০০:০০
খানসামায় তিন ভুয়া ডিবি পুলিশ আটক

দিনাজপুরের খানসামায় ৩ ভুয়া ডিবিকে আটক করা হয়েছে। এদিকে সুনামগঞ্জের মধ্যনগরে এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি জানান, ডিবি পরিচয়ে চাঁদা দাবি করার সময় দিনাজপুরের খানসামায় ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আটকরা হলো পার্বতীপুর উপজেলার নিউ কলোনি এলাকার আনোয়ার হোসেনের ছেলে কিবরিয়া (১৯), সরদারপাড়া এলাকার আব্দুল মাবুদের ছেলে শাহিন ইসলাম (২৪) ও গুলশান নগর এলাকার খাদেমুল ইসলামের ছেলে আহনাফ মুনতাসিম (২১)।

জানা যায়, শনিবার রাত ৯টার দিকে উপজেলার ভাবকী ইউনিয়নের সাবেক গুলিয়ারা গ্রামের মজিবর রহমানের ছেলে জুয়েল রানা (৩০) নামের এক ব্যক্তিকে তার বাড়িতে গিয়ে খোঁজ করেন ভুয়া ডিবি ও তার সহযোগীরা। পরে জুয়েলকে না পেয়ে পরিবারের লোকজনের কাছে চাঁদা দাবি করে এই চক্রের সদস্যরা। ডিবি পরিচয় দেওয়া ব্যক্তিদের পরিচয় ঐ যুবকের পরিবারের সদস্যদের কাছে সন্দেহজনক মনে হলে তাদের আটক করে এলাকাবাসী। পরে সেনাবাহিনী ও থানা পুলিশ সদস্যরা তাদের পরিচয় খোঁজ নিয়ে দেখে আটক ব্যক্তিরা ভুয়া। এ ঘটনায় ভুক্তভোগী জুয়েল রানার চাচা জাহাঙ্গীর আলম বাদী হয়ে খানসামা থানায় একটি মামলা দায়ের করেন।

খানসামা থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, ডিবি পরিচয়ে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগে ৩ জনকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের মধ্যনগরে রেনু আক্তার (৭০) নামে এক নারী মাদককারবারিকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১টার দিকে উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের নবাবপুর  গ্রামে নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক রেনু আক্তার ওই ইউনিয়নের নবাবপুর গ্রামের মৃত বশির উদ্দিনের স্ত্রী। 

মধ্যনগর থানার ওসি মো. এমরান হোসেন জানান, আটক আসামি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী মহেশখালা বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় গোপনে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়েরের পর তাকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে