চার জেলায় বৃদ্ধাসহ ৪ জনের অপমৃতু্য
প্রকাশ | ২৬ আগস্ট ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
চার জেলায় নানা কারণে বৃদ্ধাসহ চারজনের অপমৃতু্যর খবর পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুরের কাপাসিয়া, হবিগঞ্জের মাধবপুর, দিনাজপুরের পার্বতীপুর ও কুড়িগ্রামের রাজারহাটে এসব অপমৃতু্যর ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারতি ডেস্ক রিপোর্ট-
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কাপাসিয়া সদরের বলধা এলাকায় বানার নদী থেকে শুভ দেবনাথ (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার বিকালে তার লাশ উদ্ধার হয়। তিনি কাপাসিয়া দসু্যনারায়ণপুর গ্রামের শৈলশ দেবনাথের ছেলে। লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হলে পরে থানায় স্বজনরা লিখিত দিয়ে বাড়িতে নিয়ে যায়।
জানা যায়, শনিবার বিকালে উপজেলা সদরের বলধা এলাকায় বানার নদীতে অজ্ঞাত পরিচয় একটি লাশ ভেসে যেতে থাকে। এ সময় স্থানীয়রা কাপাসিয়া থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। শীতলক্ষ্যা নদী থেকে একটি লাশ উদ্ধার হয়েছে খবর পেয়ে শুভর বাবা ও স্বজনরা থানায় গিয়ে লাশ শনাক্ত করেন।
শুভ দেবনাথের বাবা শৈলশ দেবনাথ জানান, শনিবার সকাল থেকেই তার চেলে শুভ দেবনাথকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়া জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃতু্য মামলা হয়েছে।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ গ্যাস ফিল্ড সুন্দরপুর এলাকা থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্যাস ফিল্ড সুন্দরপুর এলাকায় ঢাকা-সিলেট হাইওয়ে সড়কের পাশে এক বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। তারপর থানায় খবর দিলে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। থানার ওসি আব্দুলস্নাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি মারা গেছে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। গত শনিবার রাতে পার্বতীপুর-সান্তাহার রেল পথের পার্বতীপুর তাপবিদু্যৎকেন্দ্র আবাসিক রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার সকালে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রেনে কাটা পড়া শিক্ষার্থীর নাম আব্দুলস্নাহ আল ফাহিম (১৭)। সে দশম শ্রেণির শিক্ষার্থী। নিহত ফাহিম ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া গ্রামের মাসুমের ছেলে বলে জানা যায়।
জানা গেছে, ফাহিম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল। শনিবার সকাল ১০টায় বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল সে। একই দিন বিকালে তাকে ঘটনাস্থল রেললাইনের পাশে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। সন্ধ্যা ৭টায় রেলের ৩৬৮/৪ নম্বর খুঁটির কাছে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃতু্য হয় তার। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
ফাহিমের চাচা জিয়াউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল ফাহিম। কয়েক মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হলে প্রায় ২৫ দিন পর ঢাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে আমগাছের ডালের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ঘুমারু ভীমশীতলা ভাতিপাড়া গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই গ্রামের ইছব আলীর ছেলে নুরনবী (২০) গত শনিবার রাতে সবার অগোচরে বাড়ির পাশে ডোবার ওপরের আমগাছের ডালের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন ওইদিন গভীররাতেই তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের লোকজন ও প্রতিবেশী জানান। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে নুরনবীর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেন। পরে ওই ইউনিয়নের চেয়ারম্যান আদিলসহ গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে লাশ দাফনের নির্দেশ দিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। এ ব্যাপারে রাজারহাট থানায় একটি ইউডি মামলা হয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। হাসপাতালের চিকিৎসার কাগজপত্র রয়েছে।