শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

তিন জেলার সড়কে ৫ জনের মৃতু্য

স্বদেশ ডেস্ক
  ২৬ আগস্ট ২০২৪, ০০:০০
তিন জেলার সড়কে ৫ জনের মৃতু্য

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটর সাইকেল সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন ও নীলফামারীর সৈয়দপুরে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এতে শিশুসহ আরও ৫ জন আহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-সুলতানপুর সড়কের সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়নপুরের মৃত বাচ্চু চৌধুরীর ছেলে শাহীন চৌধুরী (৪৮) ও মধ্যপাড়ার স্বপন মিয়ার ছেলে মহিবুল ইসলাম চঞ্চল (৩৮)।

পুলিশ জানায়, মোটর সাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই মোটর সাইকেল আরোহী মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে প্রেরণ করে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃতু্য হয়েছে। এর মধ্যে উপজেলার শিমুলতলা বাগবাড়ী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের সড়ক দুর্ঘটনায় শিবু বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। অপরদিকে ভুলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের ফকিরবাড়ী নামক স্থানে পিকআপ ভ্যান-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বপন (৫৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার ধটুরা এলাকার হরিদাস বিশ্বাসের ছেলে নিহত শিবু বিশ্বাস ও একই জেলার নবীনগর থানার শ্রীরামপুর এলাকার জয়নালের ছেলে স্বপন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিস মন্ডল (৫৫) নামে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ১০টায় সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিস মন্ডল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের মজে হাজীপাড়া গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানান, শনিবার রাতে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের সৈয়দপুর চৌমহনী বাজার থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে অপর একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন আরোহী আনিস মন্ডল। পরে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে পাঠানো হলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ নূর মোহাম্মদ রাজা বিষয়টি নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে