বানভাসিদের পাশে দাঁড়াতে অর্থ ও ত্রাণ সংগ্রহ

প্রকাশ | ২৬ আগস্ট ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
দিনাজপুরের পার্বতীপুরে বন্যাদুর্গতদের জন্য নগদ অর্থ, কাপড় ও চাল সংগ্রহ করে ছাত্র সংগঠনগুলো -যাযাদি
বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী ও অর্থ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সমাজের বিভিন্ন বয়সের ও শ্রেণি-পেশার মানুষ সাধ্য অনুযায়ী অর্থ বা সামগ্রী দিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- \হমেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর শহরের ড. শহীদ সামসুজ্জোহা পার্কে ত্রাণের জন্য আহ্বান জানান শিক্ষার্থীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ইমতিয়াজ আহম্মেদ বলেন, 'দেশ একটা বিশাল ক্রান্তিকাল পার করছে। বন্যার্তদের সহযোগিতার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সেজন্য যার যতটুকু সাধ্য আছে ততটুকু নিয়ে ঝাঁপিয়ে পড়ার সময় এসেছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবে দেশ। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মেহেরপুর জেলার সদস্য আরমা খাতুন, তামিম ইসলাম, তাহসিন রাব্বিসহ শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে বানভাসি অসহায় মানুষের সাহায্যের জন্য তিনটি গ্রম্নপ হয়ে অর্থ সংগ্রহ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর অঙ্গ-সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার ও গাংনী বাজার কমিটির উদ্যোগে এই অর্থ সংগ্রহ করা হয়। সরেজমিন দেখা যায়, গাংনী শহরের বড় বাজার বাসস্ট্যান্ড, কাথুলি মোড়, থানার মোড় এলাকায় ছোট ছোট বাকস, ও ড্রামে করে টাকা সংগ্রহ করছেন। পথচারী, ব্যবসায়ী, নারী, পুরুষ, ভ্যানচালক, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দানবাক্সে অর্থ সহায়তা দিচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুজাহিদ, ফরিদুল ইসলাম পান্না, আজম, জীবনসহ তাদের ত্রিশজন সদস্য অর্থ সংগ্রহে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে গাংনী বাজার কমিটির সভাপতি সালাহউদ্দিন শাওনের নেতৃত্বে মার্কেট মালিক সমিতির সহসভাপতি হাজী রবিউল ইসলাম, ব্যবসায়ী জিনারুল ইসলাম, হাফিজুল ইসলামসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা অংশ নেন। এদিকে, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর গাংনী এরিয়া অফিসের সমন্বয়ক হেলাল উদ্দিনের নেতৃত্বে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সদস্য ফিরোজ আহম্মেদ পলাশ, রাকিবুল ইসলাম রকি, নাসিম আহমেদ, সুমন রেজা, হুসাইন বাদশা, সম্রাট, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন, সাংবাদিক মজনুর রহমান আকাশ, গাংনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম, গাংনী সায়েন্স এন্ড টেকনলোজিত কলেজের পরিচালক নাজমুল হুসাইন, কলেজ শিক্ষক রফিকুল ইসলাম বকুল স্বেচ্ছায় হিসেবে অর্থ সংগ্রহ অভিযানে অংশ নেন। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের পার্বতীপুরে ছাত্র সংগঠনগুলো বন্যাদুর্গত এলাকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে বৃহস্পতিবার থেকে তারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে নগদ অর্থ, পরিধেয় কাপড় ও চাল সংগ্রহ করে বন্যাকবলিত এলাকায় পাঠাচ্ছে। এ নিয়ে আল ইয়াছা আলভী জানান, 'ছাত্র জনতার সংগঠনের ব্যানারে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তারা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে ও তাদের জন্য সাহায্যের হাত বাড়াতে এলাকার বিভিন্ন স্থান থেকে নগদ অর্থ, কাপড় ও চাল সংগ্রহ করে বন্যাদুর্গত এলাকায় পাঠাচ্ছে। এদিকে 'ছাত্র কল্যাণ সমিতি' নামে অপর আরেক একটি ছাত্র সংগঠন বন্যাকবলিত এলাকার মানুষদের সাহায্যার্থে নগদ টাকা ও পরিধেয় কাপড় সংগ্রহ করে পাঠাচ্ছে। রোববার পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা টাকা ও কাপড় সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ সমিতির এসএম আসিফ সাওয়ার, আশিকুজ্জামান, আব্দুলস্নাহ আল মোজাহিদ, মাহফুজুল ইসলাম পিয়াল, অ্যারিক সাহাদাত। আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি জানান, আটঘরিয়ায় বন্যাদুর্গতদের সাহায্য ও বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার্থে এলাকার বিভিন্ন স্থানে মাইকযোগে, পিকআপ, ভ্যানগাড়ি, পায়ে হেঁটে বক্স নিয়ে প্রতিদিন অর্থ সংগ্রহ করছে যুব সম্প্রদায়। এতে অনেকে অর্থ সাহায্য করছেন। কিছু তরুণ-তরুণী প্রতিদিনই বাক্স তৈরি করে তাতে বন্যার্তদের এবং আহতদের চিকিৎসার জন্য সাহায্য লিখে বাজারে বাজারে ও রাস্তায় অর্থ সংগ্রহ করছে। এ ছাড়াও মাইক দিয়ে পিকআপ ভ্যানে একইভাবে লেখা কাগজ লাগিয়ে রাস্তায় ও বাজার ঘুরে অর্থ সংগ্রহ করছে। অনেকে সহানুভূতির সঙ্গে যে যা পারে সাহায্য করছে। তবে এভাবে সাহায্য সংগ্রহ নিয়ে অনেকেই সন্দেহ ও নানা মন্তব্য করছেন।