বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

দিনাজপুরের কান্তজিউ মন্দিরে ঐতিহ্যবাহী 'যুগল বিগ্রহ' অনুষ্ঠান উদযাপন

আইএসপিআর
  ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
দিনাজপুরের কান্তজিউ মন্দিরে ঐতিহ্যবাহী 'যুগল বিগ্রহ' অনুষ্ঠান উদযাপন

২৩ আগস্ট শুক্রবার দিনাজপুর জেলার কান্তজিউ মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী 'যুগল বিগ্রহ' অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয় প্রথা অনুযায়ী এই দিন কান্তজিউ মন্দির থেকে রাধা-কৃষ্ণের যুগল মূর্তি নদীপথে দিনাজপুর শহরের রাজবাড়ীতে স্থানান্তর করা হয়।

এসময় হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি, জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং সামরিক-আধাসামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে 'যুগল মূর্তি' কান্তজিউ মন্দির ঘাট ত্যাগ করে। মোট ২০টি জলযান ৩৭টি ঘাট অতিক্রম করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দিনাজপুর শহরের সাধুর ঘাটে পৌঁছায়। পরবর্তীতে মূর্তিটি সড়কপথে দিনাজপুর শহরের রাজবাড়ীতে পৌঁছায়।

অনুষ্ঠানটি সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্নের জন্য ৬৬ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী মোতায়েন ছিলেন। বিভিন্ন ঘাটসমূহের নিরাপত্তা বিধান ছাড়াও সেনাসদস্যরা তিনটি স্পিডবোট ও তিনটি ট্রলার যোগে নদীপথে টহলের মাধ্যমে অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। অনুষ্ঠান সম্পর্কিত সব স্থানে সেনাবাহিনীর উপস্থিতি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে স্বস্তি এবং আস্থা নিশ্চিত করে। উক্ত অনুষ্ঠানের নিরাপত্তার জন্য সেনাবাহিনী ছাড়াও বিজিবি, পুলিশ,র্ যাব, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়োজিত ছিলেন। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে