হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে কোটি টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে তুলে ধরা হয়েছে। শুক্রবার রাতে হবিগঞ্জ সার্কিট হাউজে উপদেষ্টার সঙ্গে সরকারি কর্মকর্তাদের বৈঠক চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই অভিযোগ তুলে ধরা হয়।
ছাত্রদের দাবি, 'বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর ড. মো. আবদুল বাসেতের নিয়োগ প্রক্রিয়া অবৈধ। তিনি দুর্নীতিবাজ; নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। শিগগির তাকে অপসারণ করা হোক।'
অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ছাত্রদের কথা শোনেন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মাধ্যমে এসব দাবি সরকারের কাছে পৌঁছানোর পরামর্শ দেন।
ছাত্ররা উপদেষ্টাকে আরও জানান, হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাওয়া লোকজন দালালদের দ্বারা হয়রানি হচ্ছেন। রাজনৈতিক প্রভাবের ফলে সিভিল সার্জন কার্যালয়ে আসা লোকজনও সেবা বঞ্চিত হচ্ছেন।
সভায় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 'অনেক শহীদ ও রক্তের বিনিময়ে দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশের সব স্তরেই পদ্ধতিগত পরিবর্তন আনার ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। এরপর বোঝা যাবে প্রশাসনকে কোথায় কোথায় কাজ করতে হবে। সবাইকে অবশ্যই একটি পরিশুদ্ধ পথে যেতে হবে। আমাদের মনে রাখতে হবে, রাতারাতি কোনো পরিবর্তন করা যাবে না। সবাইকে যদি একসঙ্গে সরিয়ে দেওয়া হয়, তাহলে রাষ্ট্রের কাঠামো থাকবে না।'
তিনি আরও বলেন, 'অন্তর্বর্তী সরকার বিচারবহির্ভূত হত্যা থেকে জাতিকে বের করে আনতে চায়। সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়।'
আহত আন্দোলনকারীদের সরকারিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে উলেস্নখ করে রিজওয়ানা হাসান বলেন, 'রাষ্ট্রীয় পর্যায়ে একটি ফাউন্ডেশন তৈরি করা হবে, যেন আহত ও নিহতদের পরিবারকে সহায়তা করা যায়। কেন্দ্রীয় পর্যায়ে যেহেতু দু'জন সমন্বয়কারী রয়েছেন, তাদের মাধ্যমে সব বিষয় উত্থাপন করা হলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। ব্যক্তিকেন্দ্রিক কোনো পরিবর্তন নয়; আমরা রাষ্ট্রের পদ্ধতিগত পরিবর্তন চাই। ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে- কোনোভাবেই যেন সেটি ব্যর্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।'
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন, সেনাবাহিনীর মেজর ইশরাক হোসেন প্রমুখ।