পাবনার ভাঙ্গুড়ায় বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য অর্থ সংগ্রহ করছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
জানা গেছে, ভারতের ত্রিপুরার উজান থেকে পাহাড়ি ঢলের পানিসহ অবিরাম বর্ষণে দেশের পূর্ব অঞ্চলের সিলেট, নোয়াখালী, ফেনী, লক্ষ্ণীপুরসহ কয়েকটি জেলায় বন্যা কবলিত হয়ে পড়ে। ভাঙ্গুড়া পৌরসভাসহ ৬টি ইউপির বিভিন্ন স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও নগদ অর্থ তুলে 'আস সুন্নাহ ফাউন্ডেশনে'র মাধ্যমে বন্যা দুর্গত মানুষের জন্য পাঠাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার বাজার হাট ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করছে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে মাহিম, বাঁধন, কনক, সাঈমসহ বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, 'টাকা সংগ্রহ করে দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমাদুলস্নাহ'র 'আস-সুন্নাহ ফাউন্ডেশনে' পাঠানো হবে। এখন সবাইকে আহ্বান করছি, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসুন।'