টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউপি চেয়ারম্যানসহ তার ৪ ভাইকে গরু চুরি মামলার আসামি করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ভূঞাপুর উপজেলার অর্জুনা গ্রামের মৃত হাজী খন্দকার ওমেদ আলীর ছেলে ফাকরুজ্জামানের ৭টি গরু চুরি করে চোরচক্র ট্রাকে ওঠায়। এ সময়ে গরুগুলোর চিৎকারে সে ঘুম থেকে ওঠে ডাক-চিৎকার দিলে গ্রামবাসী ২ জন চোরকে আটক করে, বাকিরা ট্রাকে ওঠে পালিয়ে যায়। পরে আটককৃত ২ জনও কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে খ. ফাকরুজ্জামান গত ২১ আগস্ট অর্জুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দিদারুল আলম খান মাহবুবসহ ৭ জনকে আসামি করে ভূঞাপুর থানায় একটি গরু চুরির মামলা করেন। অন্য আসামিরা হলেন, একই গ্রামের শান্ত খানের ছেলে মো. আলমগীর (৪০), মৃত রমজান আলী খানের ছেলে মো. বাবু (৫০), আকবর আলী খানের ছেলে মহিদুজ্জামান খান (৩৮), মৃত সুকিলা খানের ছেলে মো. শান্ত খান (৭০), মো. দুলালের ছেলে মো. শাকিল (২০), গোলাম নবীর ছেলে মো. টুটুল (৩৫)।
ভূঞাপুর থানার ওসি মো. আহসান উলস্নাহ মামলার বিষয়টি নিশ্চিত করেন।