শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

আমতলীতে বিএনপি অফিস ভাঙচুর, থানায় দুই মামলা দায়ের

আমতলী (বরগুনা) প্রতিনিধি
  ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
আমতলীতে বিএনপি অফিস ভাঙচুর, থানায় দুই মামলা দায়ের

বরগুনার আমতলী বিএনপি অফিস ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পদধারী নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানদের বিরুদ্ধে আমতলী থানায় দুটি মামলা করা হয়েছে। আমতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোয়েব ইসলাম ৫৫ জনকে আসামি করে শনিবার এ মামলা করেন। অন্যদিকে পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাদী হয়ে ৩৮ জনকে আসামি করে আরেকটি মামলা করেন।

দুই মামলায় উলেস্নখযোগ্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম মৃধা, সাবেক ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, মোয়াজ্জেম হোসেন খান, সাবেক মেয়র নাজমুল আহসান নান্নু, সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, নুরুল ইসলাম, শহিদুল ইসলাম মৃধা, হারুন অর রশীদ, বর্তমান ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, আসাদুজ্জামান মিন্টু মলিস্নক, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, জাহিদুল ইসলাম মিঠু মৃধা, সোহেলী পারভীন মালা, মনিরুল ইসলাম মনি, সাবেক জেলা পরিষদের সদস্য আরিফুল হাসান, আহারুজ্জামান আলমাস খান, পৌর কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ, সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, মাহাবুবুর রহমান মইন পাহলান।

বাদীরা মামলার এজাহারে উলেস্নখ করেন গত ৫ আগস্ট অবরোধ কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী আমতলী পৌরসভার ৪নং ওয়ার্ডের বিএনপি অফিসে দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। অফিস ভাঙচুর করে ও মালামাল লুট করে নিয়ে যায়।

আমতলী থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন তপু বলেন, মামলা দুটি এজহার হিসেবে গণ্য করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে