সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
মতবিনিময় সভা
ম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
শেখ হাসিনা সরকারের পতনের পর সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটু। শনিবার বাউফল পৌর শহরের গোলাবাড়ি এলাকায় লিটুর বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। সভায় অন্যদের মধ্যে ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফয়সাল খান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন তারা, সদস্য সচিব সোহেল আকন ও সদস্য সাইফুল মোলস্না প্রমুখ।
সুধীসমাবেশ
ম উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় প্রেস ক্লাবের নবগঠিত কমিটির উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উলস্নাপাড়া প্রেস ক্লাব হলরুমে প্রেস ক্লাবের সভাপতি মো. আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ডাক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছিলেন উলস্নাপাড়া সরকারি আকবর আলী কলেজের সহযোগী অধ্যাপক মো. শামীম হাসান, ডা. সুকুমার শুর রায়, ডা. জাহাঙ্গীর আলম, ডা. সামিউল ইসলাম রনি, সোনালী ব্যাংকের ম্যানেজার মো. রফিকুল ইসলাম, উলস্নাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, সহকারী শিক্ষক মো. আব্দুস ছালাম।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম গাবতলী (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাকবিরোধী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ইউএনও নুসরাত জাহান বন্যা। এতে স্বাগত বক্তব্য রাখেন টিএইচএ ডা. শারমিনা পারভীন। আরও বক্তব্য রাখেন মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, কৃষি অফিসার মেহেদী হাসান, প্রাণিসম্পদ অফিসার ডা. বেনজির আহম্মেদ।
দোয়া মাহফিল
ম শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
সম্প্রতি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা দুর্গত মানুষের কল্যাণে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শান্তিগঞ্জ উপজেলা সদরে ব্যারিস্টার আনোয়ার হোসেনের রাজনৈতিক কার্যালয়ে এ সময় ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, বিএনপি নেতা হাজী ওলিউল কাইয়ুম সিতারা মিয়া, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, বিএনপি নেতা কামাল পারভেজ স্বাজন, ফারুক মিয়া, মাফিকুল ইসলাম, মহির উদ্দিন, আফতাব আলী, আব্দুল ওয়াকিব।
ফুটবল টুর্নামেন্ট
ম নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ঐতিহ্যবাহী গুরই নবজাগরণ উন্নয়ন সংঘের গত শুক্রবার বিকালে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়। গুরই বেতিয়ারচর একাদশ নিকলী ভাটিবরাটিয়া লিটন একাডেমিকে ৩-০ গোলে পরাজিত করে ভিশন টেলিভিশন জিতে নেয় গুরই একাদশ। এই টুর্নামেন্টে সার্বিক স্পন্সার করেন এলাকার কৃতী সন্তান আবুল মুনসুর মামুন। উলেস্নখ্য, এই টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। ১৯৭০ সন থেকে গুরই ইউনিয়নের নবজাগরণ উন্নয়ন সংঘের মাধ্যমে ফুটবল টুর্নামেন্ট হয়ে আসছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
দেশ হুমকির মুখে
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সিলেট থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের বাজিতপুর, নিকলী, কুলিয়ারচরসহ হাওড় অঞ্চলের সবকটি উপজেলার নদীর পাড়ের গ্রামগুলো জনগণ বন্যার পানিতে হুমকির মুখে আছে। এসব নদীর পাড়ের অঞ্চলের মানুষের একমাত্র পেশা জাল দিয়ে মাছ ধরা। পানি বেশি হওয়ার কারণে জালের মধ্যে মাছও আসছে না। সে কারণে নদীর এদিকে বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের আসানপুর, শিয়ালদিপাড়, বলিয়ার্দী ইউনিয়নের একাংশ, মাইজচর ইউনিয়নের একাংশ, হুমাইপুর ইউনিয়নের নামা গুসাইপুর, আনোয়ারপুর, কৈটুপি। অন্যদিকে নিকলী উপজেলার ছাতিরচর, শিংপুর ইউনিয়নের মানুষ হুমকিতে আছে।
সভা অনুষ্ঠিত
ম নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশীদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার সকালে নবীনগর প্রেস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কে এম মামুন অর রশীদ। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাদেকুল হক সাদির, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জহিরুল হক জুরু মিয়া, কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল।
বিক্ষোভ মিছিল
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ভারতীয় আগ্রাসন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যাকবলিত করা এবং বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাধারণ ছাত্র ও জনগণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় তারা ভারতবিরোধী বিভিন্ন সেস্নাগান দেয়। পরে স্টেশন চত্বরে এক পথসভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা দেওয়ান মেহেদী, রাকিব শুভ, নাহিদ তৌকি, তারেক সম্রাট, আরিফ আহমেদ, আব্দুর রউফ রিফাত প্রমুখ।
সমাবেশ অনুষ্ঠিত
ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য বিহার ইউনিয়ন শাখার আয়োজনে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বিহার বাজারে বিজয় সমাবেশ ইউনিয়ন শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নাগরিক ঐক্য'র সদস্য সচিব আব্দুল বাসেত বাদশা। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা নাগরিক ঐক্য'র আহ্বায়ক শহিদুল ইসলাম, কার্যকারী সদস্য সাইদুর রহমান সাগর, এনামুল হক, নাগরিক ঐক্য নেতা আলিফ হোসেন, মাহবুব মোর্শেদ হিরা, আব্দুর রাজ্জাক, মেহেদুল ইসলাম, আজাদুল ইসলাম।
দোয়া মাহফিল
ম শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
শ্রীনগর উপজেলা বিএনপির উদ্যোগে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জন্মদিন ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা বন্যার্তদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার দুপূরে উপজেলার ষোলঘর এলাকায় ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. আল হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফজলে রাব্বি রনির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলার বিএনপির সভাপতি শেখ মো. আব্দুলস্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম খান, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি বাতেন খান শামিম।
গণসংবর্ধনা
ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ঐতিহাসিক বটতলা চত্বরে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিমকে এক বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়। পৌর বিএনপির সাবেক সভাপতি মো. জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বিএনপির সাবেক সহ-সভাপতি আউয়াল খান লোহানী, সাবেক সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর মাহবুবুল আলম।
কমিটি গঠন
ম রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
দেশের প্রথমস্থান অধিকারী সমবায় সমিতি রায়গঞ্জের চান্দাইকোনা আদর্শ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সমিতির হলরুমে অনুষ্ঠিত নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে আব্দুর রাকীব বিশ্বাস সভাপতি ও শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সহ-সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শওকত আলী, পরিচালক পদে নির্বাচিত হন আলতাফ হোসেন, শহীদুল ইসলাম প্রামাণিক ও আমিনুল ইসলাম সুমন। নির্বাচনের দায়িত্বে ছিলেন সমিতির অন্যতম সদস্য অধ্যাপক রেজাউল করিম তালুকদার, বরুণ কুমার দত্ত চৌধুরী, আব্দুর রাজ্জাক মাস্টার।
মতবিনিময় সভা
ম ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পাশাপাশি ভোলাহাট উপজেলাকে এগিয়ে নিতে সব প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলাহাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শনিবার ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মিলনয়াতনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো. আব্দুলস্নাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোলাহাট মোহবুলস্নাহ কলেজের অধ্যক্ষ মো. রহমত আলী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মো. মাহবুব হাসান, মোহবুলস্নাহ কলেজ উপাধ্যক্ষ তাহজ্জাক হোসেন, ভোলাহাট রামেশ্বর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কোরবান আলী।
পাঠদানে বিরতি
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের রাজ্জাকুন্নেছা সরকারি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে গত বৃহস্পতিবার শত শত ছাত্রী বিক্ষোভ মিছিল করে। সারাদেশের মতো কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ জন সহকারী শিক্ষকের বিভিন্ন ধরনের অশালীন আচরণের কারণ ১ মাসের জন্য পাঠদান থেকে বিরত থাকার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ খাইরুল হাসান কাউছার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেন। অভিযুক্ত শিক্ষকরা হলেন- সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন, মো. আজিজুর রহমান, মো. বোরহান উদ্দিন। সরকারি বিধি মোতাবেক ৭ দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন বলে শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন। সেই মোতাবেক শিক্ষার্থীরা আন্দোলন থেকে বিরত থাকেন।
সম্মেলন অনুষ্ঠিত
ম স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীতে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কেমিস্ট সম্মেলন শনিবার দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী সফিকুল আলম ডাবলুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান মন্টু। বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান, সাজ্জাদুর রহমান রোমান, শফিউল আলম সফি, সুমন আহম্মেদ, মামুন হাছান, রেজাউল করিম স্বপন, নুরুজ্জামান সিদ্দিক, রেজাউল করিম প্রামাণিক প্রমুখ।
বৃক্ষরোপণ
ম পাবনা প্রতিনিধি
"একটি হলেও বৃক্ষ রোপণ করব জনে জনে, সবুজ দেশের শুদ্ধ বাতাস লাগুক সবার প্রাণে" এই প্রতিপাদ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন সময় নিহত শহীদ শিক্ষার্থীদের স্মরণে জলবায়ুর বিরূপ প্রভাব থেকে বাঁচতে পাবনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল থেকে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়। এসময় ছিলেন, সামাজিক বন বিভাগ পাবনার রেঞ্জ অফিসার ফিরোজ আহমেদ, স্কুলটির সভাপতি বেলাল হোসেন, আইডিয়াল গ্রম্নপের চেয়ারম্যান আব্দুলস্নাহ আরিফ, স্কুলের অধ্যক্ষ ওয়াজেদ আলী, পরিচালক জহিরুল ইসলামসহ গ্রম্নপের অন্যান্য পরিচালক, শিক্ষ-শিক্ষার্থীরা।
ডে ক্যাম্প
ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গোবিন্দগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রম্নপ গোবিন্দগঞ্জ গাইবান্ধা ইউনিটের ২ দিনব্যাপী ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার গোবিন্দগঞ্জ কুঠিবাড়ী শিশু নিকেতন স্কুল মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া। গাইবান্ধা জেলা রোভারের কমিশনার মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ মহিলা (ডিগ্রি) কলেজের সহকারী অধ্যাপক ছাইদুর রহমান, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মিথুন বানু।
কর্মিসমাবেশ
ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় গত শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে কর্মিসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলা হোছাইনীয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মিসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুল হক খান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমির অধ্যাপক ছাদেক আহমদ হারিছ, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির মো. নজরুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মো. হাফিজ উদ্দিন।
আলোচনা সভা
ম মুরাদনগর (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার মুরাদনগর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাংগরা ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বাংগরা পূর্বপাড়া বাইতুন নূর হাফিজিয়া নুরানী মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, এ সময় গোলাম মোস্তফা ও সফিউ আলম চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহ আলম সরকার, যুগ্ম আহ্বায়ক মুরাদনগর উপজেলা বিএনপি, কামাল উদ্দিন ভূঁইয়া উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক, মো. সোহেল সামাদ উপজেলা যুবদলের আহ্বায়ক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সিদ্দিকী। উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম, মাসুদ রানা।
দোয়া মাহফিল
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র জনতার ২য় স্বাধীনতা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট হাফেজিয়া মাদ্রাসা মাঠে এ বিশেষ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মান্দা ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক গোলাম সরোয়ার স্বপন। এ সময় মান্দা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান নান্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আলহাজ মকলেছুর রহমান মকে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মান্দা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাস্টার এনামুল হক মাস্টার এবং প্রসাদপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও যুবদল নেতা মাহবুব আলম। এ সময় ছিলেন মান্দা উপজেলা কৃষক দলের সদস্য সচিব এজানুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক শাহিদুজ্জামান সালেক, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান গামা প্রমুখ।