মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর মাওয়া প্রান্তে পদ্মা সেতুর কাছে ট্রলার ডুবিতে নিখোঁজ লক্ষ্ণণ মনি দাসের (৫৭) মরদেহ পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সিংহেরহাটি গ্রামের পদ্মাপাড় থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ লক্ষ্ণণের লাশের সন্ধান মিলে।
এর আগে গত বৃহস্পতিবার চর থেকে গরুর জন্য ঘাস নিয়ে ফেরার পথে পদ্মা সেতুর ৩ নম্বর খুঁটির কাছে প্রচন্ড স্রোতে ঘাসভর্তি ট্রলার ডুবে যায়। এ সময় ৪ সঙ্গী বেঁচে গেলেও ডুবে যান লক্ষ্ণণ মনি দাস। গত দু'দিন ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা পদ্মা নদীতে অভিযান চালালেও নিখোঁজের সন্ধান পায়নি। লক্ষ্ণণ মনি দাস উপজেলার সিংহেরহাটি গ্রামের মৃত সুকুমার মনি দাসের ছেলে। লক্ষ্ণণ মনি দাস পেশায় একজন বাদ্যকর ছিলেন।
গত বৃহস্পতিবার দুপুরে পদ্মার চরে ঘাস কাটার পর ফেরত আসার সময় নদীর তীব্র স্রোতে ঘাস ভর্তি ট্রলারটি ডুবে যায়। এ সময় নিখোঁজ হন লক্ষ্ণণ চন্দ্র নামে একজন। তার সঙ্গে আরও ৪ জন ছিলেন। পরে এক জেলের সহযোগিতায় বাকি চারজনকে উদ্ধার করা হয়। তারা হলেন, মন্নাফ সৈয়ল, ইসমাঈল শেখ, ইউসুফ হাওলাদার ও ট্রলার চালক মোকসান।