স্থানীয় আধিপত্য ও মৎস্য খামারের বিরোধের জের ধরে বাগেরহাটের রামপালের সুলতানিয়া এলাকায় সন্ত্রাসী হামলা হয়েছে। এ হামলায় ৩ জন নারীসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।
আহতরা হলেন- উপজেলার ভাগা গ্রামের শহিদ সরদারের ছেলে সোহেল সরদার (৩০), সুলতানিয়া গ্রামের আবজাল শেখের ছেলে জামাল শেখ (৩৫) ও আকরাম সরদারের ছেলে বাবর সরদার (৪৫)। আহতদের বাঁচাতে পরিবারের সদস্যরা ছুটে আসলে সন্ত্রাসীরা আবজাল হোসেনের স্ত্রী জোসনা বেগম (৫৫), জামাল শেখের স্ত্রী আসমা বেগম (৩০) ও শহীদ সরদারের স্ত্রী সেলিনা বেগমকে (৫৫) মারপিট করে। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সুলতানিয়া গ্রামের রাস্তার মাথার মসজিদের সামনে বেলাল বেপারী, তার ভাই বাকী বিলস্নাহ ও ছেলে শাজাহান বেপারীসহ কতিপয় সন্ত্রাসীরা তাদের হামলা করে। এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশ বলেন, উপজেলার ভাগা এলাকায় মারপিটের ঘটনার খবর পেয়েই সেখানে ফোর্স পাঠানো হয়। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।