শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

তাহিরপুরে ওসির অপসারণ চেয়ে ছাত্র-জনতার মানববন্ধন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
তাহিরপুরে ওসির অপসারণ চেয়ে ছাত্র-জনতার মানববন্ধন

জাদুকাটা নদীর বালু খেকোদের সহযোগিতা করায় সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসির অপসারণ চেয়ে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

সেই সঙ্গে জাদুকাটা নদীর তীর কাটায় জড়িত সব ব্যক্তিদের আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য জেলা প্রশাসক সুনামগঞ্জ বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। শনিবার উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ছত্রছায়ায় জাদুকাটা নদীর ইজাদার রতন মিয়া ও স্থানীয় বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের বালুখেকো রানু মেম্বারের নেতৃত্বে প্রতিদিন রাতের আধারে নদীর বড়টেক এলাকা থেকে এ চক্রটি নদীর তীর কেটে বালু নিয়ে যাচ্ছে। বিষয়টি একাধিকবার বিভিন্ন মাধ্যমে থানা পুলিশকে অবহিত করলেও তাহিরপুর থানার ওসি এসএম মাইনুদ্দিন কোনো প্রকার পদক্ষেপ না নিয়ে উল্টো রহস্যজনক কারণে বালুখেকোচক্রদের সহযোগিতা করছেন।

এ বিষয়ে তাহিরপুর থানার ওসি এসএম মাইনুদ্দিন বলেন, 'আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করছি। গতকালও তীর কাটার একটি মামলা নিয়েছি। আমার বিরুদ্ধে অভিযোগের কোনো ভিত্তি নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে