শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

আড়াইহাজার থানায় আগুন ও লুটপাট মামলায় আসামি ৩০ হাজার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
আড়াইহাজার থানায় আগুন ও লুটপাট মামলায় আসামি ৩০ হাজার

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পরপরই নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় ঢুকে পুলিশকে মারধর করে অগ্নিসংযোগ ও থানার অস্ত্র, গুলিসহ মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় ৩০ হাজার অজ্ঞাত লোককে আসামি করে একটি মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে থানার এসআই রিপন আহাম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায় যে, ওইদিন বিকাল সাড়ে তিনটার দিকে প্রায় ২৫ থেকে ৩০ হাজার উত্তেজিত দুষ্কৃতকারী থানায় লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। থানায় কর্তব্যরত পুলিশ সদস্যদেরকে মারপিট করে আহত করে। এ সময় তারা থানার মালখানা ও অস্ত্রাগার থেকে বিভিন্ন মামলার আলামত স্বরূপ রাখা মালামাল ও কাগজপত্র, যাবতীয় অস্ত্র ও গুলি, ফার্নিচার সামগ্রী, কম্পিউটার, ল্যাপটপসহ যাবতীয় মালামাল লুটপাট করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসান উলস্নাহ জানান, লুটে নেয়া মালামালসহ অস্ত্রশস্ত্র নিজ নিজ মসজিদের ইমাম এবং এলাকার গণ্যমান্যদের মাধ্যমে থানায় জমা দেয়ার জন্য প্রতিটি মসজিদে নোটিশ পাঠানো হয়। কিন্তু এতে আশানুরূপ কাজ হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে