শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে সমাবেশ

ভিন্ন দাবিতে দুই জেলায় মানববন্ধন
স্বদেশ ডেস্ক
  ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
গাইবান্ধায় গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে 'সুশাসনের জন্য নাগরিক'র ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় -যাযাদি

রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে গাইবান্ধা এবং পঞ্চগড়ে মানববন্ধন ও সমাবেশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এছাড়াও ভিন্ন দাবিতে আরও দুই জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার গানাসাস মার্কেটের সামনে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সুজন'র সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবীর তনু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক বিপুল কুমার দাস, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শামীম আহমেদ পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ আলী, দুর্বার নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মাজেদা খাতুন, জেলা বারের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামাণিক, অ্যাডভোকেট ফারুক কবীর, মহিলা পরিষদের লিগ্যাল এইড কমিটির সাধারণ সম্পাদক ইয়াসমিন খাতুন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের নেতা মনির হোসেন সুইট, শিক্ষক অশোক সাহা, সাকোয়াত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্র-জনতা অভূতপূর্ব আন্দোলন যেন কোনোভাবেই ভূলণ্ঠিত না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্য দিয়ে শুধু একটি সরকারের পরিবর্তন চায়নি, চেয়েছে রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক সংস্কৃতি আমূল পরিবর্তন। পরমত সহিষ্ণুতার বার্তা ও বৈচিত্র্যতার মাঝে ঐক্যের চেতনা ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশকে সংঘাতহীন ঐক্যের মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ওই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন সুজন পঞ্চগড় জেলা কমিটির সভাপতি ফজলে নুর বাচ্চু, সহ সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভুট্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হেজারুল রশিদ প্রধান, সদস্য সাইফ সাইফুলস্না, কেরামত আলী প্রমুখ। বক্তারা হত্যা, সহিংসতা, লুটপাট ইত্যাদিতে জড়িতদের চিহ্নিত করার জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে দ্রম্নত তদন্ত কমিটি গঠন, হত্যা ও সহিংসতায় জড়িতদের দ্রম্নততার সঙ্গে বিচারের আওতায় আনাসহ ২৭ দফা দাবিনামা পেশ করেন।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, ফেনী ও নোয়াখালীসহ বানভাসী জেলার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মেহেরপুরের গাংনীতে শনিবার দুপুরে শোভাযাত্রা করা হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও সুশাসনের জন্য নাগরিক-সুজন এ শোভাযাত্রার আয়োজন করে।

শোভাযাত্রাটি গাংনী প্রেস ক্লাবের সামনের প্রধান সড়ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন সুজন মেহেরপুর জেলা শাখা সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন, গাংনী উপজেলা শাখা সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম পল্টু, গাংনী প্রেস ক্লাব সভাপতি তৌহিদ উদ-দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহবুব আলম, ষোলটাকা ইউনিয়ন সুজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ও হাঙ্গার প্রজেক্ট সমন্বয়কারী হেলাল উদ্দীন।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, জুলাই-আগস্ট অভু্যত্থানের সব হত্যাকান্ডের বিচার এবং নারী নির্যাতন বন্ধ, সর্বক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সব ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য দূর করার দাবিতে ভাঙ্গায় মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

শনিবার ভাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহমুদা হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উলস্নাহ কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, ভাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী একরাম আলী সিকদার, ভাঙ্গা উপজেলা কমিউনিস্ট পার্টির সদস্য সুভাষ মন্ডল, কলেজ শিক্ষক হেদায়েত হোসেন, সংস্কৃতিকর্মী সাঈদ মাসুদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে