বন্যার্তদের ত্রাণসমগ্রী বিতরণ বিভিন্ন টিম ইউনিটির
প্রকাশ | ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
বগুড়া, নোয়াখালীর চাটখিল, রাঙামাটির নানিয়ারচর, খাগড়াছড়ির মানিকছড়ি, শরীয়তপুর, কুমিলস্নার মনোহরগঞ্জ, চট্টগ্রামের সন্দ্বীপ, লক্ষ্ণীপুরের রামগঞ্জে বিভিন্ন টিম ইউনিটি বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার বগুড়া জানান, দেশের বন্যাকবলিত এলাকার বন্যার্তদের পাশে দাঁড়াতে বগুড়ার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমেছেন। শহরের সাতমাথায় 'সাধারণ শিক্ষার্থী বগুড়া জেলা'র ব্যানারে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে। উন্মুক্ত মঞ্চের ওপর রাখা হয়েছে বাক্স। কোনো কমিটি নেই। শনিবার ত্রাণ সংগ্রহের দ্বিতীয় দিনে তারা ভালো সাড়া পেয়েছেন। আর বন্যার্তদের পাশের দাঁড়ানোর আন্দোলনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন।
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুক্রবার বিকালে চাটখিল উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন পরকোট দশঘরিয়া উচ্চবিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় লোকজনের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় তার সঙ্গে ছিলেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, সদস্য সচিব শাজাহান রানা, পৌর বিএনপির আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ,
নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি জানান, নানিয়ারচর জোন (১০ বীর) এর সার্বিক তত্ত্বাবধানে 'সম্প্র্রীতি ও উন্নয়ন' প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনের দায়িত্বপূর্ণ নানিয়ারচর পুরাতন বাজার ও বামফিল্যান্ড এলাকায় অতি বৃষ্টির ফলে পানিবন্দি গরিব ও অসহায় পরিবারসমূহে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে পানিবন্দি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। এ সময় বিএ-১০৫২৭ ক্যাপ্টেন মো. সাদমান সাকিব অন্তুু নানিয়ারচর জোনের পক্ষ হতে বর্ণিত পরিবারসমূহের নিকট ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন।
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, অতিবৃষ্টি ও উজানের ঢলে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা নিম্নাঞ্চল ও হালদা নদীর উজানের তীরবর্তী নিম্নাঞ্চল পস্নাবিত হওয়া ক্ষতিগ্রস্তদের মধ্যে শুঁকনো খাবার ও চাল বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মানিকছড়ি ইউনিয়ন পরিষদে ৩৫০ পরিবারের মধ্যে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাসরিন।
এর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও যুব রেড ক্রিসেন্টসহ বিত্তশালীরা।
শরীয়তপুর প্রতিনিধি জানান, ত্রাণ বহর নিয়ে আকস্মিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালী জেলার চৌমুহনীতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে শরীয়তপুরের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার রাতে শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া বাজার থেকে ১৯ জন শিক্ষার্থী একটি ট্রাক ভাড়া করে ৬ শত ব্যাগ ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দেন চৌমুহনীর উদ্দেশ্যে। শনিবার সকাল থেকে তারা চৌমুহনী উপজেলার বিভিন্ন এলাকার দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বলে জানিয়েছেন ত্রাণ টিমের সদস্য শ্রাবন।
মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার মনোহরগঞ্জে ৭ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার হাসনাবাদ গ্রামে বন্যাকবলিত অসহায় মানুষের মধ্যে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন ব্যক্তিগত অর্থায়নে সামগ্রী বিতরণ করেন। শনিবার তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সম্পাদক সরোয়ার জাহান দোলন, হাসনাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল মুনাফ ও স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন জয়।
সন্দ্বীপ ( চট্টগ্রাম) প্রতিনিধি জানান, দেশে চলমান বন্যাকবলিত এলাকার মানুষের সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৪৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সন্দ্বীপ উপজেলা জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদ ও শ্রী শ্রী আদি গোপাল কৃষ্ণ শশীধাম মন্দিরের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হয়। শনিবার দুপুর বারোটায় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমার হাতে এই আর্থিক অনুদান তুলে দেন।
রামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলার নয়নপুর ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী ইছাপুর ইউপির ৩ শতাধিক পানিবন্দ্বি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি প্রবাসী মাসুদ রানা ও উপদেষ্টা আলমগীর সর্দারের তত্ত্বাবধানে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের উপদেষ্টা সুমনের পৃষ্ঠপোষকতায় অনিক, ফাহিমসহ সংগঠনের মেম্বাররা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।
দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শনিবার দুপুরে দেবিদ্বার উপজেলা সাবেক যুবদল আহবায়ক মোঃ আবুল হোসেন লিপু্থর নিজ উদ্যোগে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল হাসনাত নিপু, ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদ হাসান, আবদুল আজিজ, মো: মনির হোসেন, কিবরিয়া সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন। এদিকে বন্যায় ক্ষতি হয়েছেন যারা তাদের পাশে থেকে আরো সাবিক সাহায্য সহ যোগিতা করবেন বলে আস্বস্ত করেন বিএনপি নেতা লিপু।