কুষ্টিয়ায় সামাজিক দ্বন্দ্বের জেরে একজন ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এদিকে, পানিতে ডুবে, সড়ক দুর্ঘটনায় ও সাপের দংশনে আরও ৮ জনের অপমৃতু্য হয়েছে। ময়মনসিংহের তারাকান্দা, নান্দাইল, ভোলার চরভদ্রাসন, চট্টগ্রামের বোয়ালখালী, টাঙ্গাইলের ভূঞাপুর ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে এসব অপমৃতু্যর ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় সামাজিক দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষের সময় কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য মামুনকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছে। এ ছাড়া ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার সকালে কুষ্টিয়া উপজেলার আসাননগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মামুন একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাবিল মেম্বারের ছেলে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান বলেন, ওই গ্রামের ওহাব-গোলাপ গ্রম্নপের সঙ্গে ইউপি সদস্য মামুন-ইয়াহিয়া গ্রম্নপের দীর্ঘদিন ধরে সামাজিক দ্বন্দ্ব চলছিল। আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ লেগেই থাকত। কয়েক দিন আগে ওহাব গ্রম্নপের কলিমুলস্নাহ নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করে মামুন গ্রম্নপের লোকজন। তার অবস্থা আশঙ্কাজনক। এরই জের ধরে গত শুক্রবার সকাল থেকে দুই গ্রম্নপ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ইবি থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান আরও বলেন, দফায় দফায় সংঘর্ষ চলাকালে শনিবার প্রতিপক্ষের লোকজন ইউপি সদস্য মামুনের ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ছাড়া ১০ থেকে ১২ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মামুনের লাশ কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো উত্তেজনা চলছে এলাকায়।
কুষ্টিয়ার গোস্বামী দুর্গাপুর ইউপি'র চেয়ারম্যান লাল্টু রহমান বলেন, 'এটা কোনো রাজনৈতিক ইসু্য নয়। দুই গ্রম্নপের মধ্যে সব দলের লোকজন আছে। ওই গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব অনেক আগে থেকেই চলছে। এরই জের ধরে প্রতিপক্ষের হামলায় আমার পরিষদের এক সদস্য নিহত হয়েছেন।'
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের তারাকান্দায় সদর ইউনিয়নে ভুগলী (১) গ্রামে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃতু্য হয়েছে। গত শুক্রবার ওয়াকিয়া (১০) ও আব্দুলস্নাহ (৭) নামে ওই দুই শিশু মারা যায়। জানা যায়, প্রতিদিনের মতো খেলাধুলা করতে যায় তারা। বিকালে বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে। পরে বাড়ির সামনে ছোট পুকুরে খোঁজার জন্য নামলে সেখানে তাদের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত ওয়াকিয়া ও আব্দুলস্নাহ ওই গ্রামের জহিরুলের সন্তান।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের নান্দাইল-ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী সড়কের পাশে পড়েছিল এক ইজিবাইক চালাকের মরদেহ। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করে ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী রায়েরবাজার ফাঁড়ির পুলিশ। তবে চালকের সঙ্গে থাকা ইজিবাইকটি পাওয়া যায়নি। নিহত চালকের নাম আল-আমিন (৩০)। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত জমত আলীর ছেলে।
নিহতের পরিবার জানায়, গত শুক্রবার বিকালে আল-আমিন বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। শনিবার সকালে তারা জানতে পারেন নান্দাইল-ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী সড়কে তার লাশ পড়ে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ বাড়িতে নিয়ে যান।
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের চরভদ্রাসনের চর হরিরামপুর ইউনিয়নের বাসিন্দা ফেলা ফকির (১৬) নামে এক কিশোরের মৃতু্য হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। চরহরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান বলেন, ফেলা ওই ইউনিয়নের ছমির বেপারী ডাঙ্গী গ্রামের রহম ফকিরের ছেলে। গত ২১ আগস্ট বিকালে ধান ক্ষেত হতে গরু তাড়াতে যায়। ফেরার সময় তার বাম পায়ের গোড়ালীতে বিষধর সাপ কামড় দেয়। প্রথমে তাকে ওঝার কাছে নিয়ে গেলে ওঝা তাকে দ্রম্নত ডাক্তারের কাছে নিতে বলে। পরে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় রাসেল'স ভাইপারের কামড়ের উপসর্গ তার শরীরে দেখা যায়। তিন দিন চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়।
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ধানি জমি থেকে মেক্সি পরিহিত এক পুরুষের লাশ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলা সারোয়াতলী ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের হোরারবাগ গ্রামের সেবা খোলা বিলে এ লাশ পাওয়া যায়।
স্থানীয় ইউপি সদস্য দিদারুল আলম জানান, 'শাকপুরা স্কুলের উত্তর পাশে সেবাখোলা বিলের একটি ধানি জমিতে লাশটি পড়েছিল। স্থানীয়রা বিষয়টি থানায় জানায়। লাশের ধরন দেখে মনে হচ্ছে ২-৩ দিন আগে ওই ব্যক্তির মৃতু্য হয়েছে। লাশের পচন ধরায় কিছুই বোঝা যাচ্ছে না। লাল রংয়ে মেক্সি পরিহিত। মুখ মন্ডল কালো কালিতে রাঙানো। মুখ বিকৃত রয়েছে।
পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায়। নিহতের নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বামনহাটা লৌহজংনদী থেকে শনিবার সকালে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার বিকালে বামনহাটা গ্রামের আব্দুল মালেকের ছেলে মুস্তাকিন (১০) বাড়ির পাশে লৌহজং নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার শিমুলতলা বাগবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় শিবু বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোরে ওই স্থানে দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে নরসিংদীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টায় তার মৃতু্য হয়। নিহত শিবু বিশ্বাস ব্রাহ্মণবাড়িয়ার ধটুরা এলাকার হরিদাস বিশ্বাসের ছেলে।