বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

খুলনায় দুই দিনেও মেরামত করা যায়নি দেলুটির ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ১৩ গ্রাম পস্নাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি

খুলনা অফিস
  ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
খুলনার পাইকগাছায় ক্ষতিগ্রস্ত ওয়াপদার বেড়িবাঁধ প্রাথমিকভাবে মেরামতের চেষ্টা করেন এলাকাবাসী -যাযাদি

খুলনা জেলার পাইকগাছার দেলুটির ক্ষতিগ্রস্ত ওয়াপদার বেড়িবাঁধ গত ২ দিনেও মেরামত করা সম্ভব হয়নি। দুই দফায় মেরামত করা বাঁধ জোয়ারের পানিতে ভেসে গিয়ে ২২নং পোল্ডারের ১৩ গ্রাম পস্নাবিত হয়ে ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ধসে পড়েছে শত শত কাঁচা ঘরবাড়ি। ভেসে গেছে বিস্তীর্ণ এলাকার বীজতলা, আমন ফসল ও মৎস্যসম্পদ। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত মানুষ।

বৃহস্পতিবার দুপুরে ভদ্রা নদীর প্রবল জোয়ারের পানিতে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২নং পোল্ডারের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে ৫টি গ্রাম পস্নাবিত হয়। পরে সন্ধ্যায় এলাকাবাসী বাঁশের পাইলিং ও ভেকু দিয়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ প্রাথমিক মেরামত করেন।

এরপর রাতের জোয়ারে মেরামতকৃত বাঁধ ভেসে গেলে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এবং ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এলাকার হাজার হাজার মানুষ আবার মেরামত করে। তবে দুপুরের জোয়ারের পানিতে সেটি ফের ভেসে যায়। মেরামতের সময় ইউএনও মাহেরা নাজনীন, দেলুটির ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সোলদানার সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ছিলেন।

এদিকে দ্বিতীয় দিনেও বাঁধ মেরামত করা সম্ভব না হওয়ায় আরও ৮টি গ্রামসহ ২২নং পোল্ডারের ১৩ গ্রাম পস্নাবিত হয়ে ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে জানান দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। এ ছাড়া পস্নাবিত এলাকার শত শত কাঁচা ঘরবাড়ি ধসে পড়াসহ সমস্ত বীজতলা, আমন ও তরমুজ ও অন্য সবজি ফসল এবং মৎস্যসম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় এ জনপ্রতিনিধি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে