সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৪ আগস্ট ২০২৪, ০০:০০

প্রতিনিধি
অনুদান প্রদান ম পটুয়াখালী প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালী সরকারি জুবলি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী শহীদ রিদয় চন্দ্র তরুয়ার পরিবারকে ১ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আমিরে জামায়াতের পক্ষ থেকে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াযযম হোসেন হেলাল রিদয় চন্দ্র তরুয়ার কাছে এ অনুদান হস্তান্তর করেন। এ সময় ছিলেন রিদয় চন্দ্র তরুয়ার বাবা রতন চন্দ্র তরুয়া ও তার মা, বোন ও দুলাভাইসহ পরিবারের অন্য সদস্যরা। কর্মীসমাবেশ ম বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার বারহাট্টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সদর ইউনিয়নে বৃ-কালিকা এলাকায় আল-মাদ্রাসা আস-সালাফিয়্যাহ নামক প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে বারহাট্টা উপজেলা শাখার জামায়াতে ইসলামীর আমির ডা. নাজমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। অন্যদের মধ্যে ছিলেন নেত্রকোনা জেলা শাখার জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমদ হারিছ, নেত্রকোনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। ত্রাণ বিতরণ ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার মনোহরগঞ্জে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ালেন কুমিলস্না জেলা (দ.) যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল আলম বাচ্চু। তিনি তার নিজ গ্রাম হাটিরপাড়ের প্রায় শতাধিক পরিবারের মধ্যে চিড়া, মুড়ি, গুড়, কলা এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। শুক্রবার পানিবন্দি ও কর্মহীন মানুষের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় ছিলেন যুবদল নেতা মোজাম্মেল হোসেন, হাসান পাটোয়ারী, মো. সুমন প্রমুখ। সম্মেলন অনুষ্ঠিত ম ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি খুলনার ডুমুরিয়া সদর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। বিএনপি নেতা শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে ও শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, শেখ সরোয়ার হোসেন, মোল্যা কবির হোসেন, খান ইসমাইল হোসেন, খান আবজাল হোসেন, মোল্যা মাহাবুর রহমান, মুনিমুর রহমান নয়ন, অরুণ গোলদার, শহিদুল ইসলাম মোড়ল, শাহাজান আলী জমাদ্দার, মোল্যা মশিউর রহমান, মোল্যা মাহাবুবুর রহমান, মাস্টার সেলিম হালদার, হাফেজ মতিয়ার রহমান প্রমুখ। সমাবেশ অনুষ্ঠিত ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনা জেলার কলমাকান্দায় জামায়াতে ইসলামীর কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মনজুরুল ইসলাম ভূইয়া। কলমাকান্দা উপজেলা শাখার সদস্য জহিরুল ইসলাম মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাও. ছাদেক আহমদ হারিছ, জেলা কর্মপরিষদের সদস্য মাও. আবুল হাসেম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা। সনদ বিতরণ ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার দুপুরে এলজিইডির অধীনে আরইআরএমপি-৩ প্রকল্পের আওতায় নারী কর্মীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জিত দাশের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে একশত ছাব্বিশ জন নারী কর্মীর মধ্যে প্রায় এক লাখ উনিশ হাজার টাকা বিতরণ করা হয়। কর্মীদের চার বছর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সঞ্চিত অর্থের শতকরা ত্রিশ ভাগ টাকা বিতরণ করা হয়। বিশেষ দোয়া ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি সমাজিক সংগঠন প্রজন্মের প্রতিধ্বনি-লাখাইর আয়োজনে দেশব্যাপী বন্যার্তদের কল্যাণে বিশেষ দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার তেঘরিয়া এসইএসডিপি মডেল হাই স্কুলে রেজাউল ভুইয়ার নির্দেশনায়, মহসিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন, বিসিএস ক্যাডার রাসেল মিয়া, মামুনুল হক, ইউপি চেয়ারম্যান আমজাদ হুসেন ফুরুখ, শিক্ষক কামরুল হাসান, সাংবাদিক মহসিন সাদেক প্রমুখ। গণমিছিল ম সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি পাবনার সাঁথিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক বেড়া কলেজের ভিপি ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমানের নেতৃত্বে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মিছিলটি সাঁথিয়া সরকারি কলেজ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে দিয়ে বাসস্ট্যান্ড হয়ে আবার সরকারি কলেজে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যেদিয়ে বক্তব্য রাখেন বিএনপি নেতা ফজলুল বারী সান্টু, ফজলুল হক, শাহজাহান আলী, ইদ্রিস আলী মুন্সী, মশিউর রহমান টিপু, হারুনর রশীদ মজনু, মনিরুজ্জামান মনিসহ সাঁথিয়া উপজেলার সকল ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক। বিক্ষোভ মিছিল ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি আনোয়ারা উপজেলা কৃষক দলের উদ্যোগে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মহসিন চৌধুরী রানা। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল করিম, আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. নাজিম উদ্দিন খান, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদ। সমাবেশ অনুষ্ঠিত ম সিলেট অফিস ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জ বাজারে বর্ণাঢ্যর্ যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সামাদ পস্নাজার সামন থেকের্ যালিটি শুরু হয়ে ফেঞ্চুগঞ্জ বাজার প্রদক্ষিণ করে ডাকবাংলোয় গিয়ে শেষ হয়।র্ যালিপূর্ব সামাদ পস্নাজার সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল। প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 'সকল বাধা দূর করি, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে অস্ট্রেলিয়ান এনজিও কো- অপারেশন প্রজেক্টের সহযোগিতায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে ইসলামপুর ও মেলান্দহ উপজেলায় পালিত হয় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৪। বৃহস্পতিবার উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেম ফর ইমপ্রম্নভড নিউট্রেশন জেসমিন প্রকল্পের আওতায় চিনাডুলি ইউনিয়নের বলিয়াদহ গ্রাম ইসলামপুর উপজেলার চিনাডুলি ও পার্থশী ইউনিয়ন এবং মেলান্দহ উপজেলার শ্যামপুর ও দুরমুট ইউনিয়নের ছিলেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মনোয়ারা বেগম, জেসমিন প্রকল্পের সাব ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বিজন কুমার দেব। শীর্ষক সভা ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওয়াইল্ডটিম সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে সুন্দরবন সুরক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বাঘবন্ধু রনজিৎ বর্মন। ওয়াইল্ডটিম বিষয়ে বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন শিক্ষক সঞ্জয় থান্দার, রোকনুজ্জামান, শিক্ষার্থী মোহনা মন্ডল প্রমুখ। অপসারণ দাবি ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুর পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে একই বিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে। জানা গেছে, পার্বতীপুর পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক কুমার রায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়ে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। ইতিপূর্বে তার বিএড সনদ জাল করে চাকরি করার অভিযোগ উঠলে যথাযথ তদন্তসাপেক্ষে তার বিএড সনদটি জাল বা ভুয়া প্রমাণিত হয়। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন। ছয় মাসের মধ্যে তার সনদটি সঠিক প্রমাণ করতে না পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করেন। এসব কাজের প্রতিবাদ করার পরও তার মধ্যে ইতিবাচক কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। ফলশ্রম্নতিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারই ফলশ্রম্নতিতে বৃহস্পতিবার শিক্ষার্থীরা তার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা পুনরায় ক্লাসে ফিরে যান।