চাঁদপুরের হাজীগঞ্জে সম্পত্তি দখলে নেওয়ার পাঁয়তারায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চাঁদপুর আদালতে মামলা হয়েছে। আদালতে আবেদনের প্রেক্ষিতে স্থিতাবস্থা বজায় রাখতে রিসিভার নিয়োগ করা হয়। ঘটনাটি উপজেলার সেন্দ্রা দক্ষিন বাজারের গাউসুল আজম সুপার মার্কেটে। সেই মার্কেটের একটি দোকান ঘর জোরপূর্বক ভেঙে দখলে নেওয়ার পাঁয়তারা করছে সেলিম ভুইয়া গং, এমন অভিযোগ আনেন, মার্কেটের স্বত্বাধীকারী আবদুল মমিন ভুঁইয়া।
মামলার বাদী ও গাউসুল আজম সুপার মার্কেটের স্বত্বাধিকারী আবদুল মমিন ভুঁইয়া জানান, 'আমার মালিকানাধীন সেন্দ্রা দক্ষিণ বাজারের গাউসুল আজম সুপার মার্কেটের একটি দোকান ঘর জোরপূর্বক ভেঙে দখলে নেওয়ার পাঁয়তারা করছে সেলিম ভুঁইয়া গং। গত ৫ আগস্ট সেলিম ভুঁইয়া গং এক দল সন্ত্রাসী নিয়ে মার্কেটে হামলা করেন এবং মার্কেটে থাকা বেশ কয়েকজন ব্যবসায়ীর মামলা মাল লুট করে নেওয়া ও আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। তারপর ব্যবসায়ীরা মার্কেটের দোকান বন্ধ করে চলে যায়। পরবর্তীতে ওইদিনই সন্ধ্যার পর পুনরায় সেলিম ভুঁইয়া গং সন্ত্রাসী নিয়ে মার্কেটের সার্টার ও দেয়াল ভেঙে একটি দোকানঘর দখলে নেওয়ার পাঁয়তারা চালায়। আমি ১১ আগস্ট চাঁদপুর আদালতে সেলিম ভূঁইয়া (৫২), মো. সজিব (২১), নাছির উল্যা পাটওয়ারী রিপন (৪০) ৩ জনের বিরুদ্ধে ফৌ. কা. বি. আইনের ১৪৫ ধারায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত মামলা করি।'
তিনি আরও জানান, আদালত মামলাটি আমলে নিয়ে নথি পর্যালোচনা করে অস্থায়ী স্থিতাবস্থা বজায় রাখতে হাজীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন। আদেশ মতে হাজীগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে গিয়ে দখলে নেওয়া দোকানঘরটিতে তালা দিয়ে উভয়পক্ষকে আদালতের নির্দেশনা মানতে অনুরোধ করেন। আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সেলিম ভুঁইয়া গংকে কারণ দর্শাতে বলা হয়েছে।
এ ঘটনায় হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, আদালতের আদেশ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ আমি দোকানঘরটি তালা লাগিয়ে দেই। উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।