অবশেষে ছুটিতে আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ

প্রকাশ | ২৪ আগস্ট ২০২৪, ০০:০০

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ হঠাৎ অনিবার্য ও স্বাস্থ্যগত কারণে দেখিয়ে ছুটিতে গেছেন। তবে তিনি আদৌ স্বপদে ফিরবেন কি না সন্দেহ রয়েছে। এদিকে কয়েকজন ব্যক্তির ফেসবুক তথা সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যক্ষের পদত্যাগ ভাইরাল হলে এলাকায় জনসাধারণের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে। অধ্যক্ষের বিষয়টি আনোয়ারার সর্বত্রই আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। জানা যায়, গত বছরের ২২ অক্টোবর আনোয়ারা সরকারি কলেজে প্রফেসর আব্দুলস্নাহ আল মামুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে অধ্যক্ষের কর্মকান্ডে শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। তাছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। এদিকে নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ পায়, শিক্ষক-কর্মচারী ও সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিলে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুলস্নাহ আল মামুন হঠাৎ ছুটিতে গেছেন জানা যায়। তিনি চলতি বছরের গত ২১ আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবরে ছুটির আবেদন করেন। তবে কয়দিন ছুটিতে থাকবেন আবেদনে বলা হয়নি। তার পরিবর্তে কলেজের উপাধ্যক্ষ রিদওয়ানুল হক দায়িত্ব পালন করবেন বলে উলেস্নখ করেছেন।