তানোরে ছাত্রদের দাবির মুখে পদত্যাগ করলেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল

প্রকাশ | ২৪ আগস্ট ২০২৪, ০০:০০

তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা কামিল মাদরাসার আওয়ামী লীগপন্থি ভাইস প্রিন্সিপাল আবদুলস্নাহ আল আমিন বৈষম্যবিরোধী ছাত্রদের দাবির মুখে তার পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার সময় মাদরাসা চলাকালীন সময় বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের মুন্ডুমালা পৌর শাখার একদল শিক্ষার্থী মাদরাসার অফিস কক্ষে অবরোধ করে ভাইস প্রিন্সিপাল আবদুলস্নাহ আল আমিনের পদত্যাগের দাবি তুলে স্স্নোগান দিতে থাকেন। দীর্ঘ এক ঘণ্টা অবরোধ থেকে অবশেষে নিজে পদত্যাগ পত্রে স্বাক্ষর করে অধ্যক্ষ কাছে জমা দেন। পরে ছাত্ররা অবরোধ তুলে নিয়ে চলে যান। কয়েকজন ছাত্র জানান, ভাইস প্রিন্সিপাল আবদুলস্নাহ আল আমিন স্থানীয় এমপি ওমর ফারুক চৌধুরী খুব ঘনিষ্ঠ ছিলেন। দীর্ঘ ১০ বছর তিনি প্রভাব বিস্তার করেছিলেন মাদরাসায় জুড়ে। মাদরাসার অধ্যক্ষসহ অনেক শিক্ষক কোণঠাষা হয়ে পড়েন। তাই আমরা তাকে তার পদ থেকে পদত্যাগ করতে বলেছি। কামিল মাদরাসার অধ্যক্ষ আমির উদ্দিন বলেন, ভাইস প্রিন্সিপাল বৃহস্পতিবার দুপুরে তার কাছে ব্যক্তিগত সমস্যা দেখিয়ে তার পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিব।