কালিয়াকৈরে ম্যানহোলের ঢাকনা হিসেবে ব্যবহার হচ্ছে কাঠ-তোশক দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশ | ২৪ আগস্ট ২০২৪, ০০:০০

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক-ফুলবাড়িয়া সড়কের পূর্ব মৌচাকে ম্যানহোলের ঢাকনা হিসেবে ব্যবহার করা হয়েছে কাঠ ও তোশক। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার সরেজমিন উপজেলার পূর্ব মৌচাক এলাকায় গিয়ে দেখা যায়- মৌচাক এলাকার পানি নিষ্কাশনের জন্য পাকা সড়কের সাইড দিয়ে মাটির ৮ ফুট নিচ দিয়ে একটি পাকা ড্রেন তৈরি করা হয়েছে। ড্রেনের ওপর স্স্নাব বসিয়ে তার উপর দিয়ে কারপেটিং করা হয়। সড়কের উপরে পড়া বৃষ্টি বা অন্য যেকোনো প্রকারের পানি যাতে সহজে ওই ড্রেনে পড়তে পারে তার জন্য ছোট ছোট ছিদ্রের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ড্রেনের ময়লা জমে ড্রেনে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা পরিষ্কারের জন্য কিছুদূর অন্তর একটি করে স্স্নাব বসিয়ে তার উপরে কারপেটিং করে দেওয়া হয়েছে। সড়ক দিয়ে অতিরিক্ত ভারী যানবাহন চলাজচলের কারণে ওই স্থানের একটি স্স্নাব ভেঙে নিচে পড়ে গেছে। বিষয়টি উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের নজরে না এলেও এলাকাবাসীসহ পথচারীদের নজরে আসে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এলাকাবাসী বা পথচারীরা ওই ম্যানহোলের মুখে কাঠের কয়েকটি ডাল বসিয়ে তার উপর একটি পুরাতন তোশক বিছিয়ে দিয়ে যানচলাচলে জন্য নিরাত্তা নিশ্চিত করে। এ ব্যাপারে পথচারীরা জানান, উপজেলার এত সন্নিকটে এই সড়কটি জনগুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্ত্বেও উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের লোকজনের দায়িত্বে অবহেলার কারণে ম্যানহোলের ঢাকনার এ অবস্থা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীর মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।