ভারতের সঙ্গে পানি ন্যায্য হিস্যার দাবিতে বিক্ষোভ
প্রকাশ | ২৪ আগস্ট ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
পাবনার সাঁথিয়া, টাঙ্গাইল ও নীলফামারীর সৈয়দপুরে ভারতের সঙ্গে আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ছাত্র-জনতা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেছেন। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, ভারতের আগ্রাসনের প্রতিবাদে টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক এবি যুবায়ের ও মো. মোসাদ্দেক। এ সময় ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী মো. কামরুল ইসলাম, মো. আল আমিন, মনিরুল ইসলাম, আল আমিন সিয়াম প্রমুখ। বক্তারা বলেন, কোনো রকম নোটিশ ছাড়াই ভারত সরকার সম্প্রতি গম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে নোয়াখালী, ফেনী, সিলেট, চট্টগ্রামসহ ১২ জেলার বিভিন্ন অঞ্চল পস্নাবিত হয়ে মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে।
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি জানান, ডম্বুর বাঁধ খুলে দিয়ে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে এবং ভারতের সঙ্গে আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে পাবনার সাঁথিয়ায় শুক্রবার জুমার নামাজ পড়ে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে সাঁথিয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে সাঁথিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন তারা। বক্তারা বলেন, আমরা যখন দেশকে সংস্কার করছি তখনই ভারত চক্রান্ত করে বাঁধ খুলে দিয়েছে। অন্যায়ভাবে যদি আর এক ফোঁটা পানি এদেশে আসে তার হিসাব ভারতকে দিতে হবে।
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে শুক্রবার জুমার নামাজের পর ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরীর নেতেৃত্বে ছাত্র-জনতা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেছেন। ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম আন্দাতপুরী প্রমুখ।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, ডম্বুর বাঁধ খুলে দিয়ে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে এবং ভারতের সঙ্গে আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বৃহস্পতিবার বিকালে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 'তারুণ্যের অঙ্গীকার' স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন 'তারুণ্যের অঙ্গীকার' স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. রাফায়েতুজ্জামান রিফাত, নিরব আহমেদ প্রমুখ।