বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

সাতকানিয়ায় কাউন্সিলরের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৪ আগস্ট ২০২৪, ০০:০০
সাতকানিয়ায় কাউন্সিলরের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পারিবারিক জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আরফাত উলস্নাহর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় সাতকানিয়া পৌরসভার ভোয়ালিয়াপাড়াস্থ কাউন্সিলরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আরফাত উলস্নাহ।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, হামলাকারী আমার মেজ ভাই মো. জহির উলস্নাহ দলিল জালিয়াতি মামলার অন্যতম আসামি। আমরা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে আমাদের পৈতৃক ও পরিবারের সব সদস্যের জায়গার ওপর একটি বহুতল ভবন নির্মাণ করেছি। সেখানে মো. জহির উলস্নাহরও অংশ রয়েছে। কিন্তু সে তার দলবল নিয়ে আমাদের পরিবারের সবাইকে বাসা থেকে বের করে দিয়ে একাই পুরো ভবনটি দখলের অপচেষ্টা চালিয়েছে। আমি এবং আমার পরিবারের অন্য সদস্যরা তাকে বাঁধা প্রদান করলে সে আমার ওপর বর্বরোচিত হামলা চালিয়ে আমাকে গুরুতর আহত করে। এমনকি সে আমার সহধর্মিণীর ওপরও হামলা চালিয়েছে।

সংবাদ সম্মেলনে ছিলেন কাউন্সিলর মো. আরফাত উলস্নাহর বড় ভাই মো. আমান উলস্নাহসহ পরিবারের একাধিক সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে