৪ জেলায় আরও আটক ৭

ফুলবাড়ীতে জালটাকা তৈরির মেশিন উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশ | ২৪ আগস্ট ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশ ওর্ যাবের পৃথক দুটি অভিযানে অবৈধ জালনোট ও টাকা তৈরির মেশিনসহ দুই জনকে গ্রেপ্তার করেছেন। এছাড়াও হত্যা, পিস্তল ও মাদকসহ রংপুর, সিরাজগঞ্জের তাড়াশ, সাতক্ষীরা ও বরগুনার তালতলীতে ৭ জনকে আটক করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশ ওর্ যাবের পৃথক দুটি অভিযানে ৩৭৫টি অবৈধ জালনোট ও কোটি টাকা মূল্যের টাকা তৈরির একটি মেশিন উদ্ধার করে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার উত্তর সুজাপুর (প্রফেসর পাড়া) গ্রাম থেকে তাদের আটক করের্ যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল। অপরদিকে একই ঘটনায় ওইদিন রাতভর অভিযান চালিয়ে উপজেলার বেতদিঘি ইউনিয়নের মাদিলাহাট এলাকা থেকে ফুলবাড়ী থানা পুলিশ জালটাকা তৈরির মেশিনটি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা। ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের সন্তোষ কুমার রায় এর ছেলে নিপ্পন রায় (২৭), কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কর্পুরা কদমতলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হাবিবুর রহমান (২৬)। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধের্ যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে জালটাকাসহ তাদের থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। রংপুর প্রতিনিধি জানান, রংপুরর্ যাব-১৩ সদস্যদের হাতে নেশা জাতীয় তরল পদার্থ বিপুল ংখ্যক ফেনসিডিলের বোতলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রংপুরর্ যাব-১৩ অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতের্ যাব সদস্যরা গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ব্র্যাক মোড়ের বাঁশকাটা মোড়ে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৯৩ বোতল ভর্তি ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। এরা হলো- কুড়িগ্রামের নুরুন্নবী (২৫) ও লালমনিরহাটের আলমগীর হোসেন (৩০)। তাদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের তাড়াশে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছের্ যাব-১২ সদস্যরা। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। আটককৃতরা হলেন, রাজশাহী জেলার বড়মত্তপাড়া গ্রামের বাবর আলীর ছেলে মাইনুল ইসলাম (২৯), একই জেলার বেজোড়া গ্রামের আব্দুল গফফার আলীর ছেলে ফারুক হোসেন (২৮), কর্ণহার গ্রামের সাইদুল ইসলামের ছেলে জুবাইর ইসলাম (২০)। বৃহস্পতিবার সকালের্ যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (অপস্‌ অফিসার) মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বুধবার সন্ধ্য্যায় সিরাজগঞ্জ-রাজশাহী মহাসড়কের তাড়াশ উপজেলার চরহামকুড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়। তালতলী (বরগুনা) বরগুনা জানান, বরগুনার তালতলীতে বিএনপি নেতা মাসুম বিলস্নাহকে দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগম সরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রীসহ তিনজনের নামে একটি হত্যা মামলা হয়েছে থানায়। গত বুধবার রাতে তালতলী থানায় নিহত মাসুম বিলস্নাহর বড় ভাই গোলাম কবির বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলার অন্যতম আসামী মরিয়মকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ২ কেজি রুপা, একটি বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ তরিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। পিস্তল ও রুপা ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা বিজিবি'র। তরিকুল ইসলাম কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের বাসিন্দা। ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা তরিকুল ইসলামকে আটক করে। পরে তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।