টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসেইনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডে গিয়ে আধাঘণ্টা টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থী রাসেল, আল আমিন, সাব্বির, রাশেদুল, রিফাত, আশরাফুল, কবির, হৃদয়, শাওন, হাবিব ও সাজিদ জানান, কালিহাতীর ইউএনও শাহাদাত হুসেইন একজন কর্মমুখী ও ভালো মানুষ। তার বদলির আদেশ তারা মানেন না। ২৪ ঘণ্টার মধ্যে বদলির আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
উলেস্নখ্য, বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনার সিনিয়র সচিব সাগুফতা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসারকে বদলি করে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়।