নীলফামারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক রাজারহাটে স্ত্রীর হাতে যুবক খুন
প্রকাশ | ২৪ আগস্ট ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
নীলফামারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক ও কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীর হাতে যুবকের মৃতু্যর অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন ঘটনায় কুমিলস্নার দাউদকান্দি, যমোরের অভয়নগর ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আরও তিন মরদেহ উদ্ধার করা হয়। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীতে পূর্বশত্রম্নতার জের ধরে গত বৃহম্পতিবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোখলেছার রহমান (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত মোখলেছার সদর উপজেলার রামনগর ইউনিয়নের চড়চড়াবাড়ী গ্রামের পূর্বপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে মারুফ হোসেন বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। সদর থানার ওসি তদন্ত এম আর সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোখলেছার রামনগর ইউনিয়নের চড়চড়াবাড়ী বেরুবন্দ বাজার থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ৫ জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম তুহিন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রী লাকী খাতুনের বিরুদ্ধে স্বামী রুবেল মিয়াকে (২৫) বিদু্যৎসংযোগ দিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ লাকীকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার ভোরে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মানাবাড়ী গ্রামের মৃত সোলায়মান আলীর ছেলে রুবেলের লাশ ঘরের বাইরে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এ সময় তার হাতে বিদু্যৎ সংযোগের তার জড়ানো ছিল। স্ত্রী লাকী খাতুন জানান, তারের সঙ্গে বিদু্যৎ সংযোগ দেওয়ার সময় সম্ভবত বিদু্যৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন। খবর পেয়ে রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেন।
ওসি তদন্ত ওয়াহেদ আলী বলেন, বিদু্যৎস্পৃষ্ট হলে তার লাগানো হাত পুড়ে যেত। কিন্তু তা দেখা যায়নি। এ ব্যাপারে নিহতের বোন চায়না বেগম ওইদিন বিকালে হত্যা মামলা করেন, যার নম্বর ১৩, তারিখ: ২২/০৮/২৪ইং।
দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি জানান, দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামে গাছ লাগানোকে কেন্দ্র করে চাচির কামড়ে প্রাণ গেলো মো. সুমন নামের এক ব্যক্তি। নিহত সুমন দশপাড়া গ্রামের মৃত শাহজালালের ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার দশপাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুমন মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর কলাগাছ লাগানোকে কেন্দ্র করে চাচী পারুলের সঙ্গে সুমনের তর্ক হয়। এক পর্যায়ে চাচী পারুল সুমনের অন্ডকোষে কামড় দিলে ঘটনাস্থলে সুমন মারা যায়। এলাকাবাসী চাচা আলী মিয়া, চাচী পারুল আক্তার ও তার ছেলে চাচাতো ভাই রাব্বিকে আটক করে রাখে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের অভয়নগর উপজেলায় নিজবাড়ির পাশে অবস্থিত খাল থেকে শুক্রবার সকালে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রামনগর গ্রামের আমতলা-চন্দ্রপুর সড়কের পাশে ওয়াপদা খালের ভেতর থেকে পুলিশ ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে। তার নাম মিম খাতুন (২০)। তিনি উপজেলার রামনগর গ্রামের ইয়াসিন মোল্যার মেয়ে। স্বামীর নাম রমজান আলী। তার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার সিলুমপুর গ্রামে। মিম বাবার বাড়িতে থাকতেন।
এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে রামনগর গ্রামের দুই শিশু আমতলা-চন্দ্রপুর সড়কের পাশে আমড়া কুড়াতে যায়। এ সময় তারা খালের পাড়ে এক জোড়া স্যান্ডেল দেখতে পায়। বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানায়। গ্রামের কয়েকজন ব্যক্তি সেখানে গিয়ে ওয়াপদা খালের মধ্যে মিমের মরদেহ পড়ে থাকতে দেখে।
অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃতু্যর কারণ জানা যাবে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাঁশের ভেলা নিয়ে বিল পার হতে গিয়ে স্রোতে ভেসে যাওয়া কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরের নাম মো. রনি (১৭)। সে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা গ্রামের আবু বক্করের ছেলে। নিখোঁজের প্রায় ৭ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় নিখোঁজের একই স্থান থেকে তার লাশ পাওয়া যায়।