সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২৩ আগস্ট ২০২৪, ০০:০০
প্রতিনিধি
আলোচনা সভা
ম নড়াইল প্রতিনিধি
'সমাজ বিনির্মাণে নড়াইলে ওলামা-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা শীর্ষক' আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল আবনায়ে কাসেম ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঢাকার মিরপুর এলাকার দারুল উলুম ইবরাহিমীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ইমরান বিন ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসাতুদ দাওয়াতিল ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক ও হেফাজতে ইসলামের সদস্য মুফতি মাহমুদুল হাসান গুনভী। মাওলানা মামুন মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামের ত্রাণ সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব, জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি জেনারেল ওবায়ব্দুলস্নাহ কায়সার।
যোগদান অনুষ্ঠান
ম মাগুরা প্রতিনিধি
মাগুরায় মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ইন্টার্নি চিকিৎসকদের যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
\হএ উপলক্ষে গত সোমবার দুপুরে মেডিকেল কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মহসিন উদ্দিন ফকিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. কামরুল হাসান। বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. মো. শামীম কবির। বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডা. আ ত ম আব্দুলস্নাহেল কাফী, সহযোগী অধ্যাপক ডা. আব্দুল হাই, সহযোগী অধ্যাপক ডা. এসএম আক্তারুজ্জামান, সহকারী অধ্যাপক দেবাশীষ বিশ্বাস, মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. মেহেদী হাসান ইন্টার্নি চিকিৎসক ডা. মালিহা মৌরিন মাহিন, ডা. মো. আরাফাত হোসেন প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণ
ম বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি বাঘাইহাট বাজার এলাকার কয়েকটি গ্রামে পানিবন্দি হতদরিদ্র দুস্থ দুই-শতাধিক পরিবারের মধ্যে বাঘাইহাট জোনের পক্ষ থেকে খাবারসামগ্রী বিতরণ করেছেন লে. কর্নেল মো. খায়রুল আমিন, পিএসসি, জোন কমান্ডার, বাঘাইহাট জোন, অধিনায়ক ৬ বেঙ্গল। বৃহস্পতিবার সকালে আশ্রয় কেন্দ্রে গিয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন বাঘাইহাট জোন টুআইসি মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক, পিএসসি সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাজেক থানা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন।
সবক প্রদান সম্পন্ন
ম শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার আয়োজনে আলিম প্রথম বর্ষের সবক প্রদান অনুষ্ঠান-২০২৪ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার হল রুমে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবু নছর মোহাম্মদ ইব্রাহিম সভাপতিত্বে ও আরবি প্রভাষক মাও. ইলিয়াস আহমেদ'র সঞ্চালনায় সবক প্রদান করেন সিলেটের সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলস্নামা শফিকুর রহমান। এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল ওয়াহিদ ও মো. মিছবাহ উদ্দিন।
খাদ্যসামগ্রী বিতরণ
ম শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
\হমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমাবিওপি এলাকায় বন্যার্তদের উদ্ধার তৎপরতা চালিয়েছে বিজিবি। সঙ্গে বন্যার্তদের মধ্যে শুকনো খাবার ও বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি'র) পক্ষ হতে ইসলামপুর এলাকায় দুই শতাধিক বন্যার্তের মধ্যে বিজিবির শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে ছিলেন শ্রীমঙ্গল ৪৬ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, (বিএসপি, পিএসসি), সহকারী পরিচালক মো. জামাল হোসেনসহ বিজিবির অন্যান্য সদস্যবৃন্দ।
চেক বিতরণ
ম সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
সাপাহারে আম আড়ৎ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিভিন্ন ধমীয় প্রতিষ্ঠান, অসহায় দুস্থ ও এতিম শিশুদের মধ্যে অনুদান চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সাপাহার উপজেলা ব্যবসায়ী সমবায় সমিতি এর অফিস ঘরে চেক বিতরণ করা হয়। আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শ্রী কার্তিক সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক এসএম জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক সাপাহার শাখার ব্যবস্থাপক মো. রাশেদুল হক, এনআরবিসি ব্যাংক এর ব্যবস্থাপক জয়নাল আবেদিন, সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত।
সভা অনুষ্ঠিত
ম মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হবিগঞ্জের মাধবপুর পৌর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খানের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি'র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক লুতফুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া।
সম্মেলন অনুষ্ঠিত
ম কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
"তৃণমূল দায়িত্বশীল" এই সেস্নাগানে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গোপালগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে তৃণমূল দায়িত্বশীল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুচ আহমেদ। জেলা শাখার সভাপতি কারি মো. তাইজুল ইসলামের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মো. ইব্রাহিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ, ইসলামী আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট মো. মিজানূর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তসলিম হুসাইন শিকদার।
দায়িত্ব গ্রহণ
ম আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছেন বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুভ্রা দাস। বৃহস্পতিবার সকালে তাকে ফলেল সুভেচ্ছা জানান আমতলী পৌরসভার কাউন্সিলরসহ কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কাউন্সিলর মো. নজরুল ইসলাম, আসাদুজ্জামান রুমি, লাভলী আক্তার, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, মুছা মোলস্না, সেলিম রেজা টিটু, লিমন মৃধা, রেজওয়ান, নুরুজ্জামান।
আইটি সেন্টার উদ্বোধন
ম কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে স্থানীয় বেকার যুবকদের তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে উদ্বোধন করা হয়েছে উপজেলা মিডিয়া ও আইটি সেন্টার। বৃহস্পতিবার সকালে এ মিডিয়া ও আইটি সেন্টারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, কালিহাতী প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহ আলম।
প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্নীতলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নজিপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাফেল মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মুসাব্বির সাফি, পত্নীতলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মিন্টু, নজিপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মর্তুজা রেজা, এম আর মোস্তফা।
চেক বিতরণ
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ক্যানসার, কিডনি, লিভারসিরোসিস, স্ট্রোক আক্রান্ত প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার, উপজেলা প্রতিবন্ধী সহায়তা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা পিএম কামরুজ্জামান প্রমুখ।
\হ
আর্থিক সহায়তা
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকায় নিহত হওয়া নেত্রকোনার দুর্গাপুরের চার পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিহত প্রত্যেক পরিবারের হাতে ২৫ হাজার টাকার চকে তুলে দেন ইউএনও এম. রকিবুল হাসান। এ সময় ছিলেন প্রেস ক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, মো. রিয়াদ হাসান, জহিরুল ইসলাম, রেদোয়ান প্রমুখ।
মাছের পোনা অবমুক্ত
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারিভাবে ১৫টি পুকুরে রুই, কতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে ৩শ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম। এ সময় ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রণজিত কুমার সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, পলস্নী উন্নয়ন কর্মকর্তা রাকিব হোসেন, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল।