পোরশা ও ক্ষেতলালে নকলনবিসদের কলম বিরতি পালন
প্রকাশ | ২৩ আগস্ট ২০২৪, ০০:০০
পোরশা (নওগাঁ)প্রতিনিধি
নওগাঁর পোরশায় সাবরেজিস্ট্রার অফিসের নকলনবিসরা রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণের দাবিতে কলম বিরতি করছেন। বুধবার থেকে তারা কলম বিরতি করছেন বলে জানা গেছে। নকলনবিস কমিটির সভাপতি আমির উদ্দিন বাবু জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মসূচি পালন করছেন। নকলনবিসদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করাসহ ৫ দফা দাবি জানিয়েছেন তারা। নিবন্ধন অধিদপ্তরের প্রস্তাবিত (খসড়া) বিধিমালায় নকলনবিসদের কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করা। নিবন্ধন নীতিমালা অনুযায়ী স্থায়ী মোহরার, টিসি মোহরার, অফিস সহকারীসহ নবসৃষ্ট সব পদ জ্যেষ্ঠতার ভিত্তিতে নকলনবিসদের মধ্য থেকে পদায়ন করা। এছাড়া নকলনবিসদের আদায় করা পারিশ্রমিক এনএন ফিস বাবদ এনআরবিসি ব্যাংকে জমা করা অর্থ স্ব-স্ব সাবরেজিস্ট্রি অফিসের মাধ্যমে সোনালী ব্যাংকে প্রেরণ করা তাদের দাবি বলে তিনি জানান।
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের ক্ষেতলালে সাব রেজিস্ট্রার অফিসের নকল নবিসদের চাকরি সরকারীকরণের দাবিতে মানববন্ধন ও কলমবিরতি পালন করা হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার মানববন্ধন ও টানা দুই ঘণ্টা কর্মবিরতি করেছেন সাব রেজিস্ট্রার অফিসের নকল নবিসগণ।
সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবীব বলেন, আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুই ঘণ্টা কলমবিরতি ও স্ব-স্ব স্থান থেকে কর্মসূচি পালন করছি। রোববার সারাদিন কলমবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করবেন বলেও জানান।
নকল নবিস আব্দুস সালাম বলেন, আমরা সব সুবিধা থেকে বঞ্চিত যেমন চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, বাড়ি ভাড়াসহ আমাদের দাবি পূরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করছি।